নীরব মোদির ভাই নেহাল মোদিকে গ্রেফতার করা হয়েছে আমেরিকায়। এরপরই তাকে ভারতে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে সূত্র বলছে, তাকে ভারতে আনার খুব সহজ হবে না। ভারতের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এবং সিবিআই দ্বারা সংযুক্তভাবে আবেদন করা এই প্রত্যর্পণ অনুরোধ যাচাই করবে আমেরিকা এবং সেই কারণে তারা আগামী শুক্রবার ৪ জুলাই পর্যন্ত নেহালকে হেফাজতে নিয়েছে।
নেহাল মোদির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে তার ভাই নীরব মোদিকে সাহায্য করেছিল কোটি কোটি টাকা লুকোতে। সেল কোম্পানি এবং বিদেশি লেনদেনের মাধ্যমে নয় ছয় করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের চার্জশিটে নেহাল মোদিকে অন্যতম অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। তার বিরুদ্ধে রয়েছে প্রমাণ লোপাটের অভিযোগ।
সূত্রে খবর, নীরব মোদিকে আপাতত লন্ডনের একটা জেলে রাখা হয়েছে এবং ভারতের অনুরোধে ব্রিটেনের প্রত্যর্পণের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
আমেরিকার প্রত্যার্পণ একটি পূর্ণ আইনি প্রক্রিয়া। যা আদালত প্রমাণ্য নথি সহ খুঁটিয়ে যাচাই করে। প্রত্যর্পণ কেবল তখনই স্বীকার করা হয় যখন আমেরিকার আদালত সমগ্র ব্যাপারে সন্তুষ্ট হবে এবং যে মামলাটি ভারতের তরফ থেকে উল্লেখ করা হয়েছে তা সেই নথি অনুযায়ী বৈধ হবে।
এদিকে সূত্রে খবর, ১৭ জুলাই ২০২৫ তারিখে তাকে আদালতে পেশ করা হবে। যেখানে তাকে জামানতের জন্য দাবি করতে হবে। আমেরিকা যদি আদালত জামিন দিয়ে দেয় তাহলে প্রত্যর্পণে দেরি হতে পারে। এছাড়া নেহালের কাছে আবেদন প্রক্রিয়ায় যাওয়ারও অধিকার থাকবে। যার ফলে এই মামলা দীর্ঘ সময় নিতে পারে। এদিকে আবার নেহালের তরফ থেকে এই দাবি করা হতে পারে যে তার মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই অভিযোগ আন্তর্জাতিক প্রত্যর্পণ মামলা ক্ষেত্রে অনেকবার সামনে এসেছে। যা আদালত খুব গভীরভাবে বিচার করে দেখে।
এর পাশাপাশি আমেরিকার আইন অনুযায়ী প্রত্যর্পণের আগে এটা নিশ্চিত করতে হবে যে অভিযুক্তের ক্ষেত্রে ভারত কোনও মানবাধিকার লঙ্ঘন করেনি। নেহাল এবং তার তরফ থেকে দাবি করা হতে পারে যে ভারতে তাকে নিরপেক্ষ বিচার এবং নিরাপদ জেলের সুবিধা নাও দেওয়া হতে পারে।
এদিকে ভারতের তরফ থেকে নেহাল মোদীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, মানি লন্ডারিং মামলায় সে দ্বিতীয় অভিযুক্ত। একইসঙ্গে নীরব মোদির প্রমাণ লোপাটেরও অভিযোগ রযেছে। সঙ্গে এ অভিযোগও রয়েছে যে ১৩ হাজার কোটি টাকার বেশি পঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারি মামলায় নেহাল নীরব মোদি এবং তার মামা মেহুল চোকসিকে সাহায্য করেছিল।