পুজোয় গ্রিন লাইনে মেট্রোর নয়া নির্ঘণ্ট

প্রতিমা দেখার জন্য পুজোর সবকটি দিনেই পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। গ্রণ লাইন মেট্রোতে এই কারণে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। যাত্রীদের সুবিধার্থে পুজোর কটা দিনে সময় সূচিতেও আনা হয়েছে বদল।

গ্রিন লাইন-১

চতুর্থী,পঞ্চমী এবং ষষ্ঠীতে ১০৬টি মেট্রো পরিষেবা দেওয়া হবে কলকাতা মেট্রোর তরফ থেকে।
সপ্তমীতে দেওয়া হবে ৬৪টি পরিষেবা। একইসংখ্যক পরিষেবা দেওয়া হবে অষ্টমী-নবমীতেও। দশমীতে মিলবে ৪৮টি পরিষেবা।

চতুর্থী, পঞ্চমী এবং ষষ্ঠীপরিতে পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৫৫ মিনিটে। শিয়ালদহ থেকে সল্টলেক পর্যন্ত। সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ প্রথম পরিষেবা সকাল ৭টা ০৫ মিনিটে। শেষ পরিষেবা মিলবে রাত ৯টা ৪০ মিনিটে।

শেষ পরিষেবাঃ

রাত ৯টা ৩৫ মিনিটে শিয়ালদহ থেকে সল্ট লেক সেক্টর ৫।

রাত ৯টা ৪০মিনিটে সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত।
সপ্তমী, অষ্টমী এবং নবমীতে

মেট্রোর যাত্রীদের সুবিধার্থে সপ্তমী, অষ্টমী-নবমীতে বেলা ১টা থেকে শুরু হবে পরিষেবা। আপএবং ডাউনে ৩২ টি করে মেট্রো ৬৪ টি পরিষেবা দেওয়া হবে। রাত সাড়ে এগারোটায় শেষ পরিষেবা মিলবে।
প্রথম পরিষেবাঃ

বেলা ১টায় শিয়ালদহ থেকে সল্ট লেক সেক্টর ৫ পর্যন্ত।

বেলা ১টা ১০ মিনিটে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত থেকে শিয়ালদহ পর্যন্ত
শেষ পরিষেবাঃ

রাত ১১টা ২০ -শিয়ালদহ থেকে সল্ট লেক সেক্টর ৫ পর্যন্ত।

রাত ১১টা ৩০ সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত।

দশমীতেঃ

দশমীতে বেলা ২টো থেকে শুরু হবে পরিষেবা। শেষ পরিষেবা মিলবে রাত ৯টা ৪৫ মিনিটে। আপ এবং ডাউনে মেট্রো ৪৮ টি পরিষেবা চালানো হবে। ২০ মিনিটের ব্যবধানে মিলবে পরিষেবা।

প্রথম পরিষেবাঃ

বেলা ২টোঃ শিয়ালদহ থেকে সল্ট লেক সেক্টর ৫ পর্যন্ত

বেলা ২টো ০৫ মিনিটেঃ  সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত।
শেষ পরিষেবাঃ

রাত ৯টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে সল্ট লেক সেক্টর ৫ পর্যন্ত।

রাত ৯টা ৪৫ মিনিটে সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত।
একাদশীতে কোনও পরিষেবা পাওয়া যায় না। দ্বাদশী থেকে সাধারণ পরিষেবা পাওয়া যাবে।

গ্রিন লাইন-২

চতুর্থী, পঞ্চমী এবং ষষ্ঠীতে গ্রিণ লাই-২ মেট্রোতে ১১৮টি পরিষেবা যার মধ্যে ৫৯ টি আপ এবং ৫৯টি ডাউনে চালানো হবে। এই তিনদিন সকাল ৭টা থেকে শুরু হবে পরিষেবা। দিনের ব্যস্ততম সময় ১২ মিনিটে এবং অন্যান্য সময়ে ১৫ মিনিটে চালানো হবে মেট্রো।

প্রথম পরিষেবাঃ

সকাল

৭টায়ঃএসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত

সকাল ৭টা ১০ মিনিটেঃ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত।

শেষ পরিষেবাঃ

রাত ৯টা ৪৪ মিনিটে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত।

রাত ৯টা ৫৪ মিনিটে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত।

সপ্তমী, অষ্টমী এবং নবমী

মেট্রোর যাত্রীদের সুবিধার্থে সপ্তমী,অষ্টমী,নবমীতে মেট্রো ১১৮টি পরিষেবা (যার মধ্যে ৫৯টি আপ লাইনে এবং ৫৯টি ডাউন লাইনে) চালানো হবে বেলা দেড়টার থেকে শুরু হবে পরিষেবা।১২ এবং ১৫ মিনিটের ব্যবধানে মিলবে এই পরিষেবা।

প্রথম পরিষেবাঃ

বেলা ১টা ৩০ মিনিটেঃ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত।

বেলা ১টা ৩০ মিনিটে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত।

শেষ পরিষেবাঃ

রাত ১টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত।

রাত ১টা ৪৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত।

দশামীতে

দশমীতে মেট্রো ৮০ টি পরিষেবা (৪০টি আপ এবং ৪০টি ডাউনে) চালানো হবে। রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট ব্যবধানে মিলবে মেট্রো।
প্রথম পরিষেবাঃ

বেলা ২টোয়। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত।

বেলা ২টোয়। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত।

শেষ পরিষেবাঃ

রাত ১১টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত।

রাত ১১টা ৪৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত।

একাদশীতে

একাদশীতে বেলা ২টো  থেকে শুরু হবে পরিষেবা। শেষ পরিষেবা মিলবে রাত ৯টা ৫০ মিনিটে। এদিন মেট্রো ২৩টি আপ এবং ২৩ ডাউনে মোট ৪৬ টি পরিষেবা দেবে। পরিষেবা দেওযা হবে ২০ মিনিটের ব্যবধানে।

প্রথম পরিষেবাঃ বেলা ২টা ১৫ মিনিটে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত।

বেলা ২টা ৩০ মিনিটে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত।

শেষ পরিষেবাঃ

রাত ৯টা ৪০ মিনিটে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত।

রাত ৯টা ৫০ মিনিটে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত।

দ্বাদশী থেকে সাধারণ পরিষেবা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + six =