বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি মহম্মদ ময়নুল ইসলাম। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, পুলিশের প্রতিটি সদস্য যাতে তাদের দায়িত্ব পালন করতে পারেন সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন রাষ্ট্রপতি। প্রয়োজনে কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করার কথা বলেছেন রাষ্ট্রপতি। এই বৈঠকের পর আইজিপি বাংলাদেশ মহম্মদ ময়নুল ইসলাম জানান, রাষ্ট্রপতি আবেদন করেছেন দেশের আইন শৃঙ্খলা এবং জনগনের স্বার্থ রক্ষা করতে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শেখ হাসিনা দেশ ছাড়লেও কোন ভাবে শান্ত হয়নি বাংলাদেশ। লাগাতার হিংসার খবর সামনে আসছে। খবর পাওয়া যাচ্ছে একটি হোটেল, বাড়ি সহ বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। বহু মানুষ তাতে প্রাণ হারাচ্ছেন। হামলার হাত থেকে রেহাই পায়নি পুলিশও। একাধিক থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে নয় দফা দাবিতে কর্ম বিরতির ডাক দেয় সেই দেশের পুলিশ। এদিকে মঙ্গলবার ঢাকার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায়নি কোন পুলিশ আধিকারিককে। এই পরিস্থিতিতে পুলিশ কতটা স্বক্রিয় হয় তা নিয়ে প্রশ্ন উঠছে।