আগামী বছর দিঘায় রথযাত্রার সম্ভাবনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর আদলে দিঘাতেও তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। সে খবর আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এরপর মঙ্গলবার ইসকনের রথ যাত্রায় অংশ নিয়ে আরও এক বড় ইঙ্গিত দিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী বছর দিঘায় রথ যাত্রার চেষ্টা করব। একইসঙ্গে তাঁর সংযোজন, ‘পুরীর জগন্নাথ মন্দিরের উচ্চতাতেই তৈরি হবে দিঘার এই নির্মীয়মাণ মন্দির। এখানে রথ থাকবে। এখানে থাকবে ভোগ ঘর-সহ আনুষঙ্গিক ব্যবস্থা। রাজস্থান থেকে বিশেষ স্যান্ডস্টোন আনা হয়েছে। সেই পাথরেই দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথদেবের মন্দির।’ প্রসঙ্গত চলতি বছরের এপ্রিলের শুরুতেই দিঘা গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্দির নির্মাণের কাজ খতিয়ে দেখেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।