চার ছাত্রের মৃত্যুর ঘটনায় হতবার নিকিতা

নিকিতা গান্ধি কোচিতে আসার খবরে উত্তেজনায় কাঁপছিল শহর। কিন্তু এরপর এমন যে ঘটে যাবে তা ধারণা করতে পারেননি কেউই। ধারণা করতে পারেননি গায়িকা নিজেও।গান শুনতে এসে চার কলেজ পড়ুয়ার মৃত্যুর খবরে বিধ্বস্ত তিনি। কোচি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে গান গাইতে আসার কথা ছিল নিকিতার। তাঁকে দেখতে ভিড় করেছিলেন হাজার হাজার পড়ুয়া। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী,  ‘কথা ছিল যাদের কাছে টিকিট রয়েছে তাঁরাই ঢুকতে পারবেন। কিন্তু বাইরে থেকেও অনেকে ঢুকে পড়েন। আর তাতেই পদপিষ্ট হয়ে মারা যায় চার পড়ুয়া। আহত আরও।’

ঘটনায় মর্মাহত নিকিতা এক বিবৃতিতে লেখেন, ‘কোচিতে যা হয়েছে তাতে আমি হতবাক ও বিধ্বস্ত। আমার হৃদয় ভেঙে যাচ্ছে। আমি যাওয়ার আগেই এমন একটা ঘটনা ঘটে যায়। এই খারাপ লাগা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। ওই সব পড়ুয়াদের বাড়ির লোকেদের প্রতি আমার প্রার্থনা রইল।’ ইতিমধ্যেই এই ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এই ঘটনায় কোঝিকোরের পান্তনিবাসে জরুরি ভিত্তিতে আলোচনাতেও বসেন তিনি।এরপর ওই বিশ্ববিদ্যালয়ের বাকি অনুষ্ঠানও ইতিমধ্যেই বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। সরকারের তরফে আহতদের চিকিৎসার ভার নেওয়া হয়েছে। বলিউডে পরিচিত নাম নিকিতা গান্ধি। সম্প্রতি ‘টাইগার ৩’ ছবির ‘লেকে প্রভু কা নাম’ও তাঁরই গাওয়া। কিন্তু তাঁর গান শুনতে এসে যে এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যেতে পারে তা যেন মানতেই পারছেন না নিকিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + seven =