বঙ্গভবনে রাখা যাবে না কোনও অভিযুক্তকে, কড়া নির্দেশ অ্যাডিশনাল ডিজি-আইজিপি (আইন শৃঙ্খলা)-র

বঙ্গভবন কোনও অভিযুক্তকে রাখার জায়গা নয়, এমনটাই কড়া বার্তা রাজ্য পুলিশের অ্যাডিশনাল ডিজি-আইজিপি (আইন শৃঙ্খলা)-র। এই প্রসঙ্গে সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের এই নিয়ে সতর্ক করেও দেওয়া হল বলে সূত্রে খবর। প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে বারুইপুর থানার একটি মামলায় উত্তরপ্রদেশ থেকে এক অভিযুক্তকে পাকড়াও করেছিল পুলিশ। এরপর ধৃতকে নিয়ে দিল্লিতে বঙ্গভবনে ওঠেন পুলিশ আধিকারিকেরা। সেখান থেকেই পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এই ঘটনার পরই এবার সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কাছে গেল এই সতর্কবার্তা। সূত্রে এ খবরও মিলছে, সাম্প্রতিক এই ঘটনার কথা উল্লেখ করে চিঠিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বঙ্গভবন কোনও অভিযুক্তকে রাখার জায়গা নয়। নিকটবর্তী থানাতেই যথাযথ ডকুমেন্টেশনের সঙ্গে অভিযুক্তকে রাখা উচিত। তাই যখনই কোনও পুলিশকর্মীকে এমন কোনও দায়িত্বে পাঠানো হবে, তাঁকে যেন স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয় সুরক্ষা ও নিরাপত্তাজনিত কারণে অভিযুক্তকে অবশ্যই নিকটবর্তী থানাতেই রাখতে হবে। পাশাপাশি চিঠিতে এও নির্দেশ দেওয়া হয়েছে, যখন কোনও আধিকারিক কোনও মামলা স্বার্থে দিল্লিতে যাবেন, তাঁরা যেন কোনও অবস্থাতেই বঙ্গভবনে অভিযুক্তকে না রাখেন।

উল্লেখ্য, বিভিন্ন মামলার তদন্তে পুলিশকে মাঝে মধ্যেই ভিন রাজ্যে পাড়ি দিতে হয়। কখনও তদন্তের স্বার্থে, আবার কখনও গোপন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কোনও বিশেষ অভিযানে। সেক্ষেত্রে অনেক সময় দিল্লি বা পার্শ্ববর্তী এলাকাতেও যেতে হয় বাংলার পুলিশকর্মী ও আধিকারিকদের। তবে সাম্প্রতিক ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতেই  সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কাছে পুলিশের অ্যাডিশনাল ডিজি-আইজিপি (আইন শৃঙ্খলা)-র তরফ থেকে গেল সতর্কবার্তা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 1 =