‘কোনও কুমন্তব্য নয়’, স্পষ্ট বার্তা অভিষেকের

‘চিকিৎসা জগতের কারও বিরুদ্ধে কুমন্তব্য নয়। নাগরিক সমাজের বিরুদ্ধে কোনও খারাপ কথা নয়।’ এবার গোটা তৃণমূল দলকে এমনই বার্তা দিলেন ‘সেনাপতি’ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, চিকিৎসক মহল ও নাগরিক সমাজের বিরুদ্ধে কোনও খারাপ কথা নয়। মত প্রকাশের অধিকার সকলের রয়েছে। এটাই বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে বাংলার তফাত।

উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার মন্তব্য করতে শোনা গিয়েছিল তৃণমূলের একাংশ নেতাদের। খোদ সাংসদ অরূপ চক্রবর্তীকেও ‘কুমন্তব্য’ করতে দেখা যায়। হাত মুচড়ে দেওয়ার নিদান দিয়েছিলেন তিনি। এমনকী, উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকও নাম না করে চিকিৎসকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলেছিলেন, ‘যাঁরা কর্মবিরতি করছেন তাঁরা সরকারি বেতন নেবেন তো? বোনাস নেবেন তো?’ ঠিক সেই সময় তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড এর এই কড়া বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − four =