তফাৎ নেই মাসের প্রথম দিনে পেট্রল ও ডিজেলের দামে

মাসের প্রথম দিনে পেট্রল ও ডিজেলের দাম ঘোষণা করল ভারতীয় তেল সংস্থাগুলি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল), ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) ও হিন্দুস্তান পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) -এর মতো রাষ্ট্রীয় মালিকানাধীন তেল বিপনন সংস্থা। এই সংস্থাগুলি বিশ্বের প্রধান বেঞ্চমার্কগুলির রেট অনুযায়ী প্রতিদিন পেট্রল এবং ডিজেলের দাম ঘোষণা করে।

মঙ্গলবার দেশের বিভিন্ন শহরে পেট্রল এবং ডিজেলের দাম-

নয়া দিল্লি: দেশের রাজধানী নয়া দিল্লিতে পেট্রলের প্রতি লিটারের দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেল প্রতি লিটারে বিক্রি হচ্ছে ৮৯.৬২ টাকা। মেট্রো শহরের মধ্যে নয়া দিল্লিতেই জ্বালানির দাম রয়েছে সবচেয়ে কম।

কলকাতা:কলকাতাতে জ্বালানির দাম  চড়া। শহরে পেট্রলের প্রতি লিটারের দাম রয়েছে ১০৬.০৩ টাকা। প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে ৯২.৭৬ টাকা।

মুম্বই: দেশের বাণিজ্য নগরীতে জ্বালানির দাম অন্যান্য মেট্রো শহরের থেকে একটু বেশি। মুম্বইতে পেট্রলের প্রতি লিটারের দাম রয়েছে ১০৬.৩১ টাকা। ডিজেলের প্রতি লিটারের দাম রয়েছে ৯৪.২৭ টাকা।

চেন্নাই: দেশে দক্ষিণের শহরে জ্বালানির দাম কলকাতা আর মুম্বইয়ের থেকে কম। পেট্রল এখানে বিক্রি হচ্ছে ১০২.৬৩ টাকা প্রতি লিটারে। ডিজেলের দাম রয়েছে ৯৪.২৪ টাকা।

  1. বেঙ্গালুরু- পেট্রল ১০১.৯৪ টাকা ও ডিজেল ৮৭.৮৯ টাকা।
  2. লখনউ- পেট্রল ৯৬.৫৭ টাকা এবং ডিজেল ৮৯.৭৬ টাকা।
  3. জয়পুর- পেট্রল ১০৮.৭৮ টাকা ও ডিজেল ৯৩.৯৯ টাকা।
  4. গুরুগ্রাম- পেট্রল ৯৭.০৪ টাকা ও ডিজেল ৮৯.৯১ টাকা।
  5. চণ্ডীগড়- পেট্রল ৯৮.৬৫ টাকা ও ডিজেলর দাম ৮৮.৯৫ টাকা।
  6. নয়ডা – পেট্রল ৯৬.৬৫ টাকা ও ডিজেলর দাম ৮৯.৮২ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 1 =