আপাতত অতিভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে

আপাতত অতিভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। কিন্তু, জেলায় জেলায় তারপরেও চলছে বৃষ্টি। তবে শুক্রবার সকাল থেকে কলকাতায় রোদের দেখা মিললেও দুপুরের পরেই ঝেপে বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আরও পরিষ্কারভাবে বললে, দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ ও উত্তরপূর্ব মধ্যপ্রদেশের পর ডালটনগঞ্জ হয়ে বাঁকুড়া ও দিঘার উপর দিয়ে দক্ষিণপূর্ব দিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। তারফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। একইসঙ্গে এও জানানো হয়েছে, শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। রবিবার পূর্বপশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। তবে সোমবার থেকে আবার অনেকটাই কমে যাবে বৃষ্টির দাপট। এদিকে আবার এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আশঙ্কার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।আর এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টির সতর্কতাও কথাও জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। ২৪ জুলাই উপকূলের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।২৫ জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৯ জেলায়।

অন্যদিকে গত ৪৮ ঘণ্টায় বৃষ্টি কম হওয়ায় কলকাতায় তাপমাত্রা চড়তে শুরু করেছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ৯৭ শতাংশের মধ্যে। ফলে আর্দ্রতাজনিত অস্বতি থাকছেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 11 =