জগদ্দল গুলি কাণ্ডে ফের স্বস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। আগামী ২১ এপ্রিল অবধি তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। বুধবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। প্রাক্তন সাংসদ পক্ষের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় জানান, বিচারক জয় সেনগুপ্ত জানিয়েছেন, আগামী ১৭ এপ্রিল মামলার ফের শুনানি হবে। সেদিন তদন্তকারীদের ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ পেন ড্রাইভে করে আদালতে জমা দিতে বলা হয়েছে। তাছাড়া বিচারক জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, আগামী ২১ এপ্রিল অবধি তাঁকে গ্রেপ্তার করা যাবে না। প্রসঙ্গত, প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের দায়ের করা মামলায় গত ৪ এপ্রিল বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিক নির্দেশ দিয়েছিলেন, ৯ এপ্রিল শুনানির আগে পর্যন্ত অর্জুন সিংয়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। উল্লেখ্য, গত ২৬ মার্চ রাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় গুলি-বোমাবাজির ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলারের পুত্র নমিত সিং এবং সনু জয়সওয়াল ওরফে তেলুয়ার বিরুদ্ধে গত ২৮ মার্চ পুলিশ সুয়োমোটো মামলা রুজু করেছে। তবুও জগদ্দলের বিধায়ক ঘনিষ্ঠ ওই দু’জনের বিরুদ্ধে পুলিশ এখনও কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।