ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ

শুক্রের সন্ধেয় ভুটানের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। কম্পন অনুভূত হয় দার্জিলিং থেকে জলপাইগুড়িতে। তাতেই আতঙ্কের আবহ দুই জেলায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৪। এদিন ৭টা ৫৮ মিনিটে ভুটানে প্রথম ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিমি নিচে কম্পনের কেন্দ্র বলে জানা যাচ্ছে। শুধু ভুটান নয়, সিকিমের দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ অংশেও কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর এপ্রিলের শুরুতেও ভূমিকম্পের সাক্ষী ছিল উত্তরবঙ্গ। ১ এপ্রিল সোমবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে আলিপুরদুয়ার। তবে কম্পন ছিল খুবই মৃদু। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ২.৮। তবে মোটের উপর আলিপুরদুয়ারের পাশাপাশি কম্পন অনুভূত হয় কোচবিহার, ফালাকাটাতেও। এর এপিসেন্টার ছিল আলিপুরদুয়ার। ঠিক এরপরেই এপ্রিলের পাঁচ তারিখে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে হিমাচল প্রদেশ। হিমাচলের চাম্বা জেলায় প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। হিমাচলের পাশাপাশি জম্মু-কাশ্মীরেও ভূমিকম্প হয়। সেবারের কম্পন ছিল রাত প্রায় রাত ১০টা নাগাদ। চণ্ডীগড় সহ উত্তর ভারতের একাধিক জায়গাতেই এই কম্পন অনুভূত হয়েছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =