তৃণমূল কাউন্সিলরের দাদার মোবাইল ট্র্যাক করে গ্রেফতার ব্যারাকপুরের কুখ্যাত দুষ্কৃতি ও তার সঙ্গীরা

কয়েকদিন আগেই টিটাগড়ে নিজের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল। এবার টিটাগড় পুরসভারই আরও এক তৃণমূল কাউন্সিলরের দাদার মোবাইল ফোন ট্র্যাক করেই বরানগর থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের কুখ্যাত দুষ্কৃতি চুনুয়া ও তার দুই সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তৃণমূল কাউন্সিলরের দাদা মহম্মদ খুররামকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তৃণমূল কাউন্সিলরের দাদা মহম্মদ খুররামের বিরুদ্ধেও এলাকায় অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ ছিল।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে কুখ্যাত দুষ্কৃতী চুনুয়ার সঙ্গে দেখা করতে যায় তৃণমূল কাউন্সিলর এনাম খানের দাদা মহম্মদ খুররাম। তখনই খুররামের মোবাইল ফোন ট্র্যাক করে করে চুনুয়া এবং তার দুই সঙ্গীর অবস্থান জানতে পারে পুলিশ। এরপর তাদের হাতেনাতে গ্রেফতারও করা হয়। পুলিশ সূত্রে খবর, অনেকদিন ধরেই এই চুনুয়াকে খুঁজছিল পুলিশ৷ চুনুয়ার নামে একাধিক খুন এবং ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে। পুলিশ হন্যে হয়ে খুঁজেও চুনুয়া কে ধরতে পারছিল না। এর মধ্যেই গোপন সূত্রে পুলিশ খবর পায়, তৃণমূল কাউন্সিলরের দাদার সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে ওই দুষ্কৃতীর৷ এর পরই খুররামের ফোন ট্র্যাক করা শুরু হয় পুলিশের তরফ থেকে। শুক্রবার রাতে যে খুররাম চুনুয়ার সঙ্গে দেখা করতে যাবে, সেই খবরও পায় পুলিশ। সেই মতোই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং পুলিশ আধিকারিকেরা ফাঁদ পাতেন তাকে ধরার জন্য। সেই ফাঁদেই পা দেয়  খুররাম এবং চুনুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − two =