নিজাম প্যালেসে সিবিআই দফতরে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন কর্তারা। সূত্রের খবর, সোমবার বিকালের পর নিজাম প্যালেসে বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত হন অ্যাডিশনাল ডিরেক্টর মনোজ শশীধর। এদিন বিকালেই দিল্লি থেকে কলকাতায় পৌঁছন তিনি। কলকাতায় নেমেই সোজা নিজাম প্যালেসে চলে যান। সূত্রের খবর, আরজি করের দুর্নীতির তদন্তের গতিপ্রকৃতি নিয়ে কলকাতার আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে আসেন মনোজ শশীধর। গত কয়েকদিনে তদন্ত কোন পথে এগিয়েছে, আগামীতে কীভাবে দ্রুত তদন্ত এগোবে, সে বিষয়ে কলকাতার আধিকারিক ও তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠক করেন বলে খবর।
অন্যদিকে এদিন সস্ত্রীক চন্দন লৌহ বয়ান রেকর্ড করে সিবিআই। রবিবারই তাঁদের বাড়িতে গিয়েছিল তদন্তকারীদের টিম। আরজি কর হাসপাতালের ভিতরে ফুড স্টল রয়েছে চন্দনের। সেখানেও রবিবার সিবিআই যায়। এই স্টল কীভাবে তিনি করেছিলেন সন্দীপ ঘোষ কতখানি সাহায্য করেছিলেন এই বিষয়গুলি নিয়ে রবিবারও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজও তলব করা হয়েছিল নিজাম প্যালেসে। স্বামী, স্ত্রী দু’জনের বয়ান রেকর্ড করেন সিবিআই আধিকারিকরা।