তেলের ট্যাঙ্কার উল্টে অগ্নিকাণ্ড

বুধবার কাকভোরে তেলের ট্যাঙ্কার উল্টে অগ্নিকাণ্ডের ঘটনা দেখলেন মহম্মদ আলি পার্কে এলাকার বাসিন্দারা। সাত সকালেই অগ্নিকাণ্ড শহরে। যার জেরে বিপর্যস্ত যান চলাচল। সূত্রে খবর, মহম্মদ আলি পার্কের সামনে একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে একটি গাড়ির। এরপরই তেলের ট্যাঙ্কারটি উল্টে গিয়ে আগুন লেগে যায়। গাড়ির ভিতরেই পুরো ঝলসে যান চালক। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে উল্টো দিকের একটি বাড়ি ও দোকানের সামনের অংশ পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দশটি ইঞ্জিন। এর ফলে যানজন তৈরি হয় চিত্তরঞ্জন এভিনিউয়ে।

খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন কর্তব্যরত পুলিশ কর্মীরা। খবর যায় দমকলেও। আগুন নেভাতে সেখানে পৌঁছয় এক-এক করে দশটি ইঞ্জিন। দমকল ও পুলিশ আধিকারিকরা উভয় মিলে খোঁজ চালান তেলের ট্যাঙ্কারের চালকের। তবে গাড়িটি জ্বলতে থাকার কারণে প্রাথমিক ভাবে তাঁর খোঁজ পাওয়া না গেলেও পরে জানতে পারা যায় গাড়ির ভিতরেই পুড়ে মৃত্যু হয়েছে চালকের। পরে পুলিশ কর্মীরা দেহটি বের করে নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =