মেট্রো প্রকল্পের কাজের জন্যে রেলের প্রস্তাব মেনে রাজ্য সরকার মধ্য কলকাতার ধর্মতলার প্রাচীন এল-২০ বাস স্ট্যান্ডটিকে সরিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে বলে সূত্রে খবর। এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে মেট্রো কতৃপক্ষের ইতিমধ্যেই বৈঠক হয়েছে বলেও জানা গেছে।
এদিকে কলকাতা মেট্রো সূত্রে খবর, ধর্মতলায় ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশনের কাছে বাস স্ট্যান্ডটিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে মেট্রো কতৃপক্ষ ৪ হাজার বর্গমিটার জমি চিহ্নিত করেছে। আর এই নতুন বাসস্ট্যান্ডে যাত্রীদের জন্য বিশ্রামাগার, যাত্রীদের বসার জায়গা, শৌচাগার, ফুড স্টল সহ আর কি সুবিধা থাকবে তা জানতে চেয়ে মেট্রো কতৃপক্ষ রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। সঙ্গে এও জানানো হয়েছে জানুয়ারি মাসের শেষেই নতুন জায়গায় এই বাসস্ট্যান্ড সরিয়ে আনা হবে। পাশাপাশি সরিয়ে আনা হবে বিধান মার্কেটকেও।সূত্রে এ খবরও মিলছে যে, বিধান মার্কেট সরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে।