ফের ট্রেন বাতিলের খবর শোনাল পূর্ব রেল। ফলে ফের ভোগান্তিতে পড়তে চলেছে আমজনতা। পূর্ব রেল সূত্রে খবর, একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ ডিভিশনে। কারণ, হিসেবে জানানো হয়েছে, বাসুলডাঙ্গা স্টেশনে ফুট ওভার ব্রিজে কাজ চলবে। সে কারণেই প্রায় সাড়ে ৯ ঘণ্টার বেশি সময় ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্বরেল। এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে জানানো হয়। ৮ ফেব্রুয়ারি রাত দশটা বেজে ১৫ মিনিট থেকে পরের দিন অর্থাৎ ৯ তারিখ সকাল ৮টা পর্যন্ত থাকছে পাওয়ার ব্লক। শুধু লোকাল বাতিলই নয়। এই সময়ে বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
শনিবার ৮ তারিখ বাতিল থাকছে ডাউন ৩৪৮৬০, ৩৪৮৫৬ শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল। বাতিল থাকছে আপ ৩৪৮৫৭ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল।
এরপর রবিবার ৯ তারিখ বাতিলের তালিকা দীর্ঘ। এই তালিকায় রয়েছে,
ডায়মন্ড হারবার – শিয়ালদহ: আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ / ডাউন ৩৪৮১২,৩৪৮১৮, ৩৪৮২০
সোনারপুর – ডায়মন্ড হারবার: ডাউন ৩৪৮৮২
ডায়মন্ড হারবার – বারুইপুর: আপ ৩৪৮৯১
এর পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই তালিকায় রয়েছে,
৩৪৮৫৪/৩৪৮৫৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল মগরা হাট থেকে ছাড়বে।
৩৪৮৫৮ শিয়ালদহ – ডায়মন্ড হারবার লোকাল ৮ তারিখে বারুইপুরে এসে থামবে। ৩৪৮১১ ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ৯ তারিখে বারুইপুর থেকে ছাড়বে।
৩৪৮১৪/৩৪৮১৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ০৯.০২.২০২৫ তারিখে মগরা হাট থেকে সংক্ষিপ্তভাবে বন্ধ থাকবে।
৩৪৮১৪/৩৪৮১৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ৯ তারিখে মগরাহাট থেকে যাতায়াত করবে।