সোমবার বিধানসভায় নবনির্বাচিত ছয় বিধায়কের শপথগ্রহণ, শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল

সোমবার বিধানসভায় নবনির্বাচিত ছয় বিধায়কের শপথগ্রহণ, বিধানসভায় গিয়ে নতুন ৬ বিধায়ককে শপথবাক্য পড়াবেন রাজ্যপাল স্বয়ং। নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রসঙ্গত, সদ্য রাজ্য বিধানসভার ছ’টি আসনে উপনির্বাচন হয়। সব আসনেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া ও নৈহাটির ৬ নতুন বিধায়কের শপথগ্রহণ।

এর আগে উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করানো নিয়ে দুবার রাজ্য-রাজ্যপাল সংঘাত হয়েছিল। বিধানসভার বক্তব্য ছিল, রাজ্যপাল হয় বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান, নয়তো রাজ্যপাল কাউকে মনোনীত করুন শপথবাক্য পাঠ করানোর জন্য। সায়ন্তিকা বন্দোপাধ্যায় ও রেয়াদ হোসেন সরকারের শপথ নিয়ে বিতর্ক চরমে ওঠে। পরবর্তী সময়ে সুপ্তি পাণ্ডে, কৃষ্ণ কল্যাণী ও মধুপর্ণা ঠাকুরের শপথ নিয়েও তুমুল চর্চা হয়। স্পিকারকে অধিবেশনের মধ্যে শপথ পাঠ করাতে দেখা যায় যা নিয়েও রাজভবনের তীব্র প্রতিক্রিয়া ছিল। এর পর রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, মানিকতলা এবং বাগদার ভোটে জয়ী বিধায়কদের একই কায়দায় বিধানসভার অধিবেশনে শপথগ্রহণ করিয়েছিলেন স্পিকার। এই সংঘাতের মাঝেও রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন রাজ্য বিধানসভার তরফে চিঠি পাঠানো হয় রাজভবনে। সেখানে উল্লেখ করা হয়, দ্রুত শপথ করানো হোক এই ছয় নয়া বিধায়কের। সূত্রের খবর, রাজ্যে অনুরোধে সাড়া দিয়ে জয়ী প্রার্থীদের শপথ বাক্যপাঠ করাতে ইচ্ছে প্রকাশ করেছেন রাজ্যপাল। রাজভবন সূত্রের খবর, বিধানসভায় এসে নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্যপাঠ করাবেন রাজ্যপাল। সোমবার তিনি বিধানসভায় আসতে চান সকাল এগারোটায়। তারপরেই শপথবাক্য পাঠ করাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =