রাজ্য সরকারের তরফ থেকে ১০০ দিনের টাকা দেওয়া বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এও জানিয়েছিলেন, ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষ বঞ্চিতদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। তবে আপাতত ২১ ফেব্রুয়ারি এই টাকা ঢুকছে না কোনও অ্যাকাউন্টেই। এর বদলে ১০০ দিনের কাজের টাকা ১ মার্চ থেকে দেওয়া হবে বলে ঘোষণা করতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার বিধানসভায় মমতা এই ঘোষণার পাশাপাশি এও জানান, এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার টাকাও রাজ্য সরকারই দিয়ে দেবে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই কলকাতার রাজপথ থেকে রাজধানী দিল্লিতে গিয়ে সোচ্চার হতে দেখা গিয়েছে। এমনকী কলকাতায় ধরনা, দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তৃণমূল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনার অভিযোগকে সামনে রেখে রেড রোডে ধরনায় বসেছিলেন। এই ধরনা মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, কেন্দ্রের সরকার বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে। একইসঙ্গে ধরনামঞ্চ থেকে তাঁর ঘোষণা ছিল, ‘২১ লক্ষ শ্রমিক যাঁদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী ২১ ফেব্রুয়ারি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। রাজ্য সরকার দেবে।’ তবে আপাতত ২১ ফেব্রুয়ারি সে টাকা দেওয়া হচ্ছে না। বদলে ১ মার্চ থেকে তা দেওয়া শুরু হবে।