তিলোত্তমার জন্মদিনে সিবিআইয়ের পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ প্রতিবাদী মঞ্চের

৯ ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিন। অভিনব কায়দায় তিলোত্তমার জন্মদিন পালন চিকিৎসক-নাগরিক সমাজের প্রতিনিধিদের। এই উপলক্ষ্যে আগামী রবিবার আরজি করে রবিবার বিকালে স্মরণসভার আয়োজন। স্মরণসভার নাম ‘বাংলার মেয়ের জন্মদিন’।

এই দিনে রাস্তায় নাম ডাক আগেই দিয়েছিলেন তিলোত্তমার মা। এবার তিলোত্তমার জন্মদিনে বড় কর্মসূচি নিল প্রতিবাদী মঞ্চ। সূত্রে খবর, এদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সিবিআইকেও। সিবিআইয়ের তরফ থেকে যাতে আধিকারিক থেকে কর্তারা উপস্থিত থাকেন সেইজন্য সিজিও কমপ্লেক্সে নিমন্ত্রণপত্র দিয়েও এসেছেন প্রতিবাদী মঞ্চের সদস্যরা। সঙ্গে এও জানা যাচ্ছে, এবার মুখ্যমন্ত্রীর বাড়িতে আমন্ত্রণ জানাতে যাবে প্রতিবাদী মঞ্চ। আর এখানেই প্রশ্ন উঠেছে, অনেক আন্দোলন, বহু রাত জাগা, বহু ধর্নার পর এবার কি তবে গান্ধিগিরির পথে এবার তিলোত্তমার ন্যায়বিচারের আন্দোলন?

এদিকে সূত্রে খবর, আমন্ত্রণ পত্রে ছ’মাসেও অধরা বিচারের উল্লেখ রয়েছে। সেই আমন্ত্রণ পত্র নিয়েই বিধাননগর কমিশনারেট, লালবাজার, স্বাস্থ্য ভবন, রাজ্য মেডিক্যাল কাউন্সিলে আমন্ত্রণপত্র হাতে চিকিৎসক, নাগরিক সমাজের প্রতিনিধিরা। গত ছ’মাসে কলকাতার পথেঘাটে তিলোত্তমা কাণ্ড নিয়ে আন্দোলনের মঞ্চে বারবার কলকাতা পুলিশ, বিধাননগর কমিশনারেট, মেডিক্যাল কাউন্সিল, স্বাস্থ্য ভবনের ভূমিকা সরব থেকেছেন আন্দোলনকারীরা।

তিলোত্তমার জন্মদিনে সেই তাঁদের‌ই গান্ধিগিরির পথে আমন্ত্রণ আন্দোলনকারীদের মঞ্চের সদস্যদের। শুভ বুদ্ধির উদয়ের বার্তা দিতেই আমন্ত্রণ বলে জানাচ্ছেন তাঁরা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − sixteen =