রাতের কলকাতায় জ্বলল একের পর এক গাড়ি। পুড়ে খাঁক হল বাইক, চারচাকা। নাগালের মধ্যে যে ক’টা গাড়ি পেল, সব গিলে খেল আগুন। নিমেষে ভষ্মীভূত সাতটি বাইক, তিনটি গাড়ি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার এন্টালি থানা এলাকার এক অভিজাত আবাসনে। ওই আবাসনের পার্কিংয়ে থাকা একটি গাড়ি থেকেই আশপাশের বাকি গাড়িগুলিতে আগুন ছড়ায়। কিন্তু আগুন লাগার পিছনে সামনে আসছে এক ভিন্ন ধরনের অভিযোগ।
এদিকে সূত্রে খবর, শুক্রবার রাতে ওই আবাসনের এক বাসিন্দা নিজের গাড়ি নিয়ে আবাসনে ঢোকেন। কিন্তু গাড়ি পার্ক করতে গিয়েই তাঁর মেজাজ বিগড়ে যায়। তিনি প্রতিদিন যেখানে গাড়ি রাখেন, সে জায়গায় অন্য কেউ বাইক রেখে দিয়েছিল। আর সেটা দেখেই বেজায় বিরক্ত হন ওই ব্যক্তি। রাগের চোটে তাঁর পছন্দের পার্কিং এলাকায় রেখে দেওয়া বাইকে লাথি মারেন তিনি। লাথির চোটে বাইক যায় উল্টে এবং বাইকের ট্যাঙ্ক থেকে পেট্রোল বেরোতে থাকে। এরপর সেই পেট্রোলের মধ্যে নিজের জ্বলন্ত সিগারেট ফেলেন ওই ব্যক্তি। তাতেই ঘটে যায় এই লঙ্কাকাণ্ড। দাউদাউ করে জ্বলে ওঠে বাইক। আর তারপর আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে যায় একের পর এক গাড়ি। পরপর পার্কিং করে রাখা সাতটি বাইক ও তিনটি চারচাকার গাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। যদিও যে ব্যক্তির আবাসনের পার্কিংয়ে এই কাণ্ড ঘটেছে বলে অভিযোগ, ভাগ্যের জোরে তাঁর গাড়িটি অগ্নিকাণ্ড থেকে রেহাই পেয়ে গিয়েছে। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিতে গ্রেফতার করে পুলিশ।