ফের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। এবার দপ্তর ফরেস্ট ডিপার্টমেন্ট। সেখানে গ্ৰুপ ডি–তে চাকরি দেওয়ার নাম করে এক দু লক্ষ নয়, কোটি টাকার প্রতারণা করা হয়েছে বলেই অভিযোগ। আর এই প্রতারণায় অভিযোগ দায়ের হওয়ার পরই সল্টলেকে উত্তর থানার হাতে গ্রেপ্তার মালদহের বাসিন্দা সুকুমার মণ্ডল।
পুলিশ সূত্রে খবর, ২০২৪-এর ২০ সেপ্টেম্বর ফরেস্ট ডিপার্টমেন্ট উত্তর থানায় অভিযোগ করে, কোনও এক ব্যক্তি একটি জয়েনিং লেটার নিয়ে বন দফ্তরে যান। সেখানে তিনি ওই চিঠি দেখানোর পর জানতে পারেন চিঠিটি ফেক। এর পরই উত্তর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে মালদহের বাসিন্দা সুকুমার মণ্ডল দীর্ঘ দু বছর ধরে এই ভাবে প্রতারণা করে চলেছে। এরপর তাকে নারায়ণপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর সঙ্গে আর কারা জড়িত আছে খতিয়ে দেখা হচ্ছে।