কালিন্দি হাউজিংয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির

সোমবার মাঝরাতে আগুনে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির। রাত ১ টা নাগাদ আগুন লাগে কালিন্দি হাউজিংয়ের সি-২/৩ এর ফ্ল্যাটে। তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় সমস্ত হাউজিংয়ের লোকজন অনেকেই ঘুমে। চোখের পলকেই ধোঁয়ায় ভরে যায় এলাকা। তা নজরে আসে এলাকার বাসিন্দাদের। দেরি না করে খবর যায় দমকলে, খবর যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা।

দ্রুত শুরু হয় আগুন নেভানোর কাজ। যদিও দমকল আসার আগেই উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাই। ফলে আশপাশের ফ্ল্যাটের লোকজনের ঘুম ভেঙে যায়।সকলেই একযোগে ঝাঁপিয়ে পড়েন উদ্ধারকাজে। স্থানীয় সূত্রে খবর, ওই ফ্ল্যাটে থাকতেন অরিন্দম বিশ্বাস (৪৫) ও তাঁর মা সোনালি বিশ্বাস (৬৫)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তারপরেও বাঁচানো যায়নি অরিন্দম বিশ্বাসকে। তবে ডাক্তাদের চেষ্টায় প্রাণে বেঁচে গিয়েছেন তাঁর মা সোনালি দেবী। এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে।

তবে কীভাবে ওই ফ্ল্যাটে আগুন লাগল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। স্থানীয় বাসিন্দাদের অনুমান, অরিন্দমবাবু ঘরে সিগারেট খেতেন। সিগারেট থেকেই আগুন লেগে থাকতে পারে। এদিকে শর্ট-সার্কিটের তত্ত্বও উড়িয়ে দেওয়া হচ্ছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই গোটা ঘর ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। তাতেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় অরিন্দমবাবুর। প্রাথমিক তদন্তে এমনই অনুমান করছে দমকল। ঘটনার তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =