বাংলার স্বর্ণশিল্পীদের তরফ থেকেও শুরু ‘অপারেশন সিঁদুর’ 

ভারত এবং পাকিস্তানের সংঘাতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তুরস্ক। পাকসেনারা যে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল ভারত ভূমিকে লক্ষ্য় করে সেই সব ড্রোনের উৎস তরস্কই। এই ঘটনার পরই গত ১৫ মে ভারতের বিমানবন্দরগুলিতে তুরস্কের সংস্থা সেলেবির কাজের অনুমতি বাতিল করে নয়াদিল্লি। এমনকি তুরস্ক থেকে আমদানিতেও হ্রাস টানার আর্জি জানানো হয় বিভিন্ন মহল থেকে। এবার আরও এক পা এগিয়ে তুরস্কের সোনার গয়নাও বর্জন করার পথে ভারত। বঙ্গের স্বর্ণশিল্পীরা জানিয়ে দিলেন তুরস্কের ডিজাইন এবং তাদের কারুকার্যেই এবার বাংলার স্বর্ণশিল্পীরা নিজেরাই তৈরি করবেন গয়না। যার নাম দেওয়া হবে ‘অপারেশন সিঁদুর’।
এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, ভারতবর্ষের জুয়েলারি শিল্পে তুরস্কের সোনার গয়নার বাজার চলছিল রমরমিয়ে। স্বর্ণ ব্য়বসায়ীরা জানাচ্ছেন, তুরস্ক থেকে আমদানির তুলনার রফতানির পরিমাণই বেশি। তবে তুরস্কের গয়না বেশি নজর কাড়ে তার ডিজাইনে। ওজনও অনেকটা হালকা। তাই গ্রাহকরা এই দুর্মূলের বাজারে এই সব ডিজাইনের দিকেই বেশি আকৃষ্ট হন। আর সেই কারণেই এবার বাংলার স্বর্ণ কারিগররাই তুরস্কের গয়নার ডিজাইন-নকসায় নিজেরই অলঙ্কার তৈরি করবেন।
এই প্রসঙ্গে কলকাতার ‘স্বর্ণ শিল্প বাঁচাও সমিতি’র তরফে সমর দে জানান,’আমাদের আর তুরস্কের গয়নার উপর নির্ভর করার কোনও প্রয়োজন নেই। আমাদের শিল্পীরাই তুরস্কের মতো ডিজাইনের গয়না তৈরি করতে পারছেন।’ তাঁর মতে, তুরস্কের গয়না বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে ভারত,তাতে আখেরে ক্ষতি হবে তুরস্কেরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =