দুর্দান্ত ফিচার নিয়ে ওপপো বাজারে আনল রেনো ১৩ সিরিজ

কয়েকটি নয়া চোখ ধাঁধানো ফিচার নিয়ে বাজারে এলো ওপপো রেনো ১৩ সিরিজ। যেখানে রয়েছে রেনো ১৩ ফাইভ জি আর রেনো ১৩ প্রো ফাইভ জি। এই সিরিজে জেন এআই-এর ফিচারের মধ্যে নজর কাড়বে  এআই লাইভ ফোটো, এআই ক্ল্যারিটি, আইপি ৬৬ এবং আইপি ৬৯ রেটিং সহ ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্স। এছাড়াও রয়েছে আন্ডার ওয়াটার ফোটোগ্র্যাফির মতো ফিচার যা এককথায় অভূতপূর্ব।

রেনো ১৩ ফাইভ জিতে সামনে এবং পিছনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই এবং এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়ম ফ্রেমের সুরক্ষা। আর এই সেট মিলছে আইভরি হোয়াইট আর লুমিনাস ব্লু কালারে। রেনো ১৩-এ রয়েছে মনকাড়া ক্যামেরা সেটআপ। এখানে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা। সঙ্গে রয়েছে ট্রাই মাইক্রোফোন সিস্টেম ও অডিও জুম। আর রয়েছে এআই লাইভ ফোটো ফিচার। যা শাটার প্রেস করার আগে ও পরে ১.৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপও স্বয়ংক্রিয় ভাবে রেকর্ড করে।

ওপ্পো রেনো ১৩ ৫জি সিরিজের ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। এছাড়াও এই দুই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৫ বেসড কালার ওস-১৫- এর সাহায্যে।

ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোনে ৬.৮৩ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। আর ওপ্পো রেনো ১৩ ৫জি ফোনে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে।

ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫০ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ৮ মেগাপিক্সেলের আরও একটি সেনসর রয়েছে।

ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোনে রয়েছে ৫৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে ওপ্পো রেনো ১৩ ৫জি ফোনে রয়েছে ৫৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট।

ওপপো রেনো ১৩ ৫ জি মিলবে দুটি ভ্যারিয়্যান্টে। একটি ৮ জিবি+ ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি। প্রথমটির মূল্য ৩৪,১৯৯ এবং অপরটি ৩৫,৯৯৯। রেনো ১৩ প্রো ফাইভ-জিতেও রয়েছে দুটি ভ্যারিয়্যান্ট। ১২ জিবি + ২৫৬ জিবির দাম  ৪৪,৯৯৯ টাকা আর ১২ জিবি+ ৫১২ জিবি ৪৯,৪৯৯টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 16 =