কামতাপুর নিয়ে ফের মমতাকে হুমকি কেএলও নেতা জীবনের

কামতাপুর নিয়ে বহুদিন ধরেই হুমকি, পাল্টা হুমকিতে তপ্ত বঙ্গ রাজনীতি। এই কামতাপুর নিয়েই ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিতে শোনা গেল কেএমও প্রধান জীবন সিং-কে। রবিবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘কামতাপুরের বিরোধিতা করলে ফল ভয়ানক হবে।‘পাশাপাশি তৃণমূলের  রাজ্য মুখপাত্র তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কেও হুমকি দেন জীবন। বলেন, ‘পার্থপ্রতিম কলকাতার দালাল। মমতা রাজবংশী বিরোধী।‘

তবে পাল্টা দিয়েছেন পার্থ প্রতিমও। জীবনকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘যদি লড়াই করতে হয় তাহলে রাজনৈতিক ময়দানে আসুন। দেখব কার কত জন সমর্থন রয়েছে।‘  এদিকে এরইমধ্যে আবার জীবন সিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে কোতোয়ালি থানায়। পার্থ প্রতিম রায়কে হুমকি দেওয়ার প্রতিবাদেই এই অভিযোগ বলে সূত্রে খবর।

প্রসঙ্গত, কিছুদিন আগে উত্তরবঙ্গে সফরে গিয়ে মমতার মুখে শোনা গিয়েছিল রাজবংশীদের প্রসঙ্গ। রাজবংশীদের পাশে দাঁড়িয়ে সুর চড়িয়ে ছিলেন বিএসএফের বিরুদ্ধে। মমতার দাবি, রাজবংশীদের উপর অকারণে আক্রমণ শানাচ্ছে বিএসএফ। ইচ্ছাকৃতভাবেই এটা করা হচ্ছে। এদিকে পঞ্চায়েত ভোট মিটলেই বেজে যাবে লোকসভা নির্বাচনের দামামা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন লোকসভায় জলপাইগুড়ির রাজবংশী ভোটকে টার্গেট করতে চাইছেন মমতা। তবে সেদিকে নজর রয়েছে বিজেপিরও। এ প্রেক্ষাপটে কেএলও প্রধানের তৃণমূলকে আক্রমণ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।

তবে শুধু এখন নয়, বরাবরই মমতার বিরুদ্ধে খড়গহস্ত হতে দেখা গিয়েছে জীবনকে। কামতাপুরী নিয়ে সুর চড়িয়েছেন একের পর তৃণমূল নেতাদের বিরুদ্ধে। কামতাপুরের দাবি নিয়ে বিতর্কের মধ্যে জীবনের নিশানায় রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =