বিজেপির প্রতিষ্ঠা দিবসে ‘গ্রাম চলো’ কর্মসূচি পদ্ম শিবিরের

এবার আবার রাম নবমীর দিন অর্থাৎ ৬ এপ্রিল পড়েছে বিজেপির প্রতিষ্ঠা দিবস। বঙ্গের স্যাফ্রন ব্রিগেড সূত্রে খবর, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী ৮ আর ৯ এপ্রিল রাজ্যে সব কটি বিধানসভা এলাকায় সম্মেলন করবে বঙ্গ বিজেপি। বিধানসভা ওয়াড়ি অন্তত একটি করে সম্মেলন করার পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপির নেতারা। সময়, সুযোগ আর পরিস্থিতি অনুযায়ী সে ক্ষেত্রে একাধিক সম্মেলন হতে পারে। 

একইসঙ্গে বঙ্গ বিজেপির শিবির থেকে এ খবরও মিলছে যে, ১০ থেকে ১৪ এপ্রিলগ্রাম চলো’ কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। ঠিক হয়েছে, দলের শীর্ষ নেতৃত্বসহ বিভিন্ন স্তরের পদাধিকারীরা গ্রামে যাবেন।একটি গ্রামে দশ ঘণ্টার কর্মসূচি করবেন ওই নেতারা।

বিজেপি সূত্রে খবর, এটা মূলত স্বচ্ছতা সম্পর্কিত কর্মসূচি। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা প্রাপকের সঙ্গে মতের আদান প্রদান করতেই গ্রামে গ্রামে ঘুরবেন নেতারা। গ্রামের বিশিষ্টজন বা বিদগ্ধ ব্যক্তিদের সম্মানিতও করা হবে। গ্রামেই হবে সহভোজ। অর্থাৎ মধ্যাহ্নভোজ করা হবে কোনও একটি বাড়িতে। তারমাঝেই গ্রামের দলীয় কর্মীদের নিয়ে গ্রামেই সম্মেলন হবে। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে  ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল স্তরে সংগঠনেরর ক্ষমতা বুঝে নিতে চাইছে বিজেপি। সে কারণেই একেবারে নিচু তলা থেকে কাজ শুরু করতে চাইছে। কিছুদিন আগেই হয়ে গিয়েছে সদস্য সংগ্রহ অভিযান। কিন্তু তার কতটা প্রভাব গ্রাম বাংলায় পড়েছে, কতটাই বা কাজ করছেন মণ্ডল স্তরের নেতারা, তা ঝালিয়ে নিতে চাইছেন পদ্ম শিবিরের বড় মাথারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 12 =