দিল্লিগামী আপ দুরন্ত এক্সপ্রেসের একটি বগির নিচ থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রাজবাঁধ স্টেশনের কাছে। ট্রেনের চাকায় আগুন লাগার কারণেই ধোঁয়া বের হতে দেখা গিয়েছে বলে রেল সূত্রে খবর।
গত কয়েক মাস আগেই কাঁকসার রাজবাঁধে দুরন্ত এক্সপ্রেসের চাকায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। এবারও সেই রাজবাঁধ স্টেশনের কাছেই দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে ফের চাকায় আগুন লাগার ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিনের পরের বগিটির নীচ থেকে যাত্রীরা হঠাৎ ধোঁয়া বের হতে দেখেন। ধোঁয়া বের হতে দেখার কারণেই আতঙ্কে পড়ে যান যাত্রীরা। পানাগড় স্টেশন পার হওয়ার পর বিষয়টি রেলের আধিকারিকদের জানানো হয়। তৎক্ষণাৎ ট্রেনের চালককে খবর দেওয়া হয়। সকাল ১০টা ১৩ নাগাদ কাঁকসার রাজবাঁধ স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে রেলের আধিকারিকরা আগুন নেভানোর চেষ্টা চালায়। রেল সূত্রে জানা গিয়েছে, চাকার সঙ্গে ব্রেক বাইন্ডিংয়ের সমস্যা হওয়ায় অতিরিক্ত ঘর্ষণে আগুন লেগেছে। মেরামতের কাজ শুরু করেছেন রেলের আধিকারিকরা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হলে গন্তব্যস্থলের দিকে রওনা দেয় আপ দুরন্ত এক্সপ্রেস।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই হাওড়া দিল্লি আপ দুরন্ত এক্সপ্রেস ট্রেনে বিপত্তি ঘটে। সেবারেও ট্রেনের চাকা দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। পানাগড় রেল স্টেশনে ঢোকার মুখে আচমকা এই ঘটনা ঘটে। প্রায় আধ ঘণ্টা ধরে দাঁড়িয়েছিল দুরন্ত এক্সপ্রেস। ব্রেক বাইন্ডিং-এ আগুন ধরে এই বিপত্তি ঘটে সেবারেও।
এই প্রসঙ্গে বলতেই হয়, রেলের চাকা থেকে ধোঁয়া নির্গত হওয়ার ঘটনা মাঝেমধ্যেই ঘটছে। কয়েকমাস আগেই রাধিকাপুর থেকে কলকাতাগামী ডাউন ১৩০৫৪ কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। এরকম ঘটনা একাধিকবার ঘটায় ক্ষুব্ধ রেল যাত্রীরা। বিষয়টি রেলের তরফে গুরুত্ব সহকারে দেখা উচিত বলে জানাচ্ছেন যাত্রীরা। আগুনের পরিমাণ বেড়ে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে মনে করছেন অনেকেই।