আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিউ টাউনের অতিথি নিবাসে সঙ্ঘ প্রধানের সঙ্গে দেখা করেন তাঁরা। সূত্রে খবর, এই সাক্ষাতের পর নির্যাতিতার বাবা-মা দাবি করেন, ন্যায়বিচারের জন্য তাঁরা সব দরজায় কড়া নাড়ছেন। মোহন ভাগবতের সঙ্গে দেখা করার পর আরজি করের নির্যাতিতার বাবা-মা জানান, ‘মোহন ভাগবত জানিয়েছেন, তিনি সুবিচার পাইয়ে দেওয়ার জন্য সমস্ত চেষ্টা করবেন।‘
সূত্রের খবর, শুক্রবার রাতে আরজি করের নির্যাতিতার বাবা-মা মোহন ভাগবতের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। এরপরেই তাঁদের সঙ্গে দেখা করতে রাজি হন সঙ্ঘ প্রমুখ। এই সাক্ষাতের পর নির্যাতিতার বাবা-মা জানান, মোহন ভাগবত চার্জশিট এবং রায়ের কপিও দেখেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, তাঁদের মৃত মেয়ে যাতে ন্যায়বিচার পান সেই জন্য তিনি সমস্ত চেষ্টা করবেন। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছেও তিনি দরবার করবেন। বাবা-মা আরও জানান, তাঁরা সুবিচারের জন্য সব জায়গায় যাবেন এবং সকলের পরামর্শ শুনবেন। এই প্রসঙ্গে এটা বলতেই হয়, এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন আরজি করে নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। যদিও তা হয়ে ওঠেনি। সিবিআই-এর তদন্তে যে তাঁরা খুশি নন, তা আগেও জানিয়েছিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা।
প্রসঙ্গত, প্রবাস কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যে এসেছেন সঙ্ঘ চালক মোহন ভাগবত। টানা ১০ দিন তিনি রাজ্যে থাকবেন। সূত্রের খবর, আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি কলকাতার নিউ টাউনে থাকবেন। এরপর যাবেন বর্ধমানে। তারপর ১৬ ফেব্রুযারি বর্ধমানে তাঁর একটি সভা করার কথাও রয়েছে।