প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্য়ায়। সঙ্গে অয়ন শীলও। পার্থ-অয়ন দুজনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করল সিবিআইয়ের বিশেষ আদালত। এর আগে সিবিআই-এর একটি মামলাতে নাম ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। অন্যদিক তাঁর বিরুদ্ধে ইডির মানি লন্ডারিংয়ের একটি মামলা ছিল। এবার সেইসঙ্গে জুড়ল আরও একটি মামলা। ফলে ৩টে মামলাতে জামিন পেলে তবেই বের হতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, এদিন পার্থ চট্টোপাধ্য়ায় ও অয়ন শীলকে হেফাজতে চেয়ে আবেদন করে সিবিআই। এদিকে এদিন আদালতে সিবিআই-এর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে শ্যোন অ্যারেস্ট দেখাতে চেয়ে আবেদনের তীব্র বিরোধিতা করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।এরই প্রেক্ষিতে বিচারক জানান, সিবিআই তাদের আবেদনে জানিয়েছে, সম্প্রতি তারা তদন্ত করে এই মামলায় নতুন করে পার্থ চট্টোপাধ্যায়ের যোগ পেয়েছে। তাই এই মামলায় তারা তাঁকে গ্রেফতার করতে চায়। আদালত সূত্রে খবর, এদিন প্রেসিডেন্সি জেলের পক্ষ থেকে আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতার মেডিকেল রিপোর্ট জমা দেওয়ায় এদিন তাঁকে ভার্চুয়ালি পেশ করা হয়।