প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সোমবার জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। এদিকে সোমবারই শ্বাসকষ্টজনিত সমস্যায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে হয় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসকেএম সূত্রে খবর, এমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন পার্থ।
এরপর মঙ্গলবার সন্ধেয় প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে যে আপডেট দিয়েছে এসএসকেএম হাসপাতাল তাতে বলা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে সোমবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে আনার পর ইসিজি, ইকোকার্ডিওগ্রাম করা হয়। প্রাথমিকভাবে অক্সিজেন দিতে হলেও এখন ভাল আছেন প্রাক্তন মন্ত্রী। বাইরে থেকে অক্সিজেন ছাড়াই দেহে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করেছিল ইডি। তারপর থেকে জেলেই রয়েছেন প্রাক্তন মন্ত্রী। গত বছরের ১৩ ডিসেম্বর ইডির মামলায় ২০২৫ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। চার্জ গঠন ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হওয়ায় সোমবার নিম্ন আদালত ইডির মামলায় পার্থর জামিন মঞ্জুর করেন। তবে সিবিআইয়ের মামলায় এখনও জামিন না পাওয়ায় জেলেই থাকতে হবে প্রাক্তন মন্ত্রী।