এবারের পুজোতেও সম্ভবত জেলেই কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি মামলায় পার্থর জামিন পাওয়ার সম্ভাবনা নেই পুজোর আগে। আদালত সূত্রে খবর, বৃহস্পতিবার ইঙ্গিতে এমনটাই জানিয়ে দিল বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় এদিন বলেন, ‘পুজোর আগে জামিন অসম্ভব। মামলার নিষ্পত্তি হচ্ছে না।’ তবে সোমবার ফের মামলার শুনানি।
এদিনের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্য়ায় এমন জানানোর পর কার্যত বেকায়দায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুদিন আগেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। একইসঙ্গে, গ্রেফতার করা হয়েছে অয়ন শীলকেও। আবার এসএসসির জামিন মামলা নিয়েও বড় ইঙ্গিত দিয়ে দিল আদালত।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় আগেই ইডি-র হাতে ধৃত, জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় সোমবার বিকেল থেকেই অসুস্থ বোধ করেন বলে জানা গিয়েছে। যার জেরে তাঁকে সংশোধনাগারেরই হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবারও জেল হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যে, মঙ্গলবার বিশেষ আদালত সিবিআইয়ের আর্জি মঞ্জুর করে। এরপরই আনুষ্ঠানিকভাবে পার্থ চট্টোপাধ্যায় ও নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীলকে শোন অ্যারেস্ট পদ্ধতিতে গ্রেফতার করে সিবিআই।