ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজে

ভুল চিকিৎসার জেরে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল রামপুরহাট গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। এরপরই হাসপাতাল ভাঙচুর মৃতের পরিবারের সদস্যদের। ঘটনার পর হাসপাতালে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ।

সূত্রে খবর, শনিবার বিকেলে পথ দুর্ঘটনায় জখম হন হাবিসপুর গ্রামের বাসিন্দা আনসারুল শেখ। এরপর তাঁকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শনিবার সন্ধ্যায় মৃত্যু হয় রোগীর। এরপরই ভুল চিকিৎসার অভিযোগ তোলেন রোগীর পরিবারের লোকজন। তাঁদের দাবি, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছিলেন রোগী স্থিতিশীল রয়েছে। তাঁকে অন্যত্র স্থানান্তরিত করার প্রয়োজন নেই। এরপর তাঁকে একটি ইঞ্জেকশন দেওয়ার পর খিঁচুনি শুরু হয়। এরপরই মৃত্যু হয় তাঁর।

এরপরই শনিবার সন্ধ্যার পর প্রায় ৭০-৮০ জন লোকজন এসে হাসপাতালে হামলা চালায় মৃতের পরিবারের সদস্যরা। ভাঙচুর করে হাসপাতাল। এমনকী কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে। যদিও, এই প্রসঙ্গে হাসপাতাল সুপারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =