বুধবার দেশের বিভিন্ন শহরে পেট্রল এবং ডিজেলের দাম-
নয়া দিল্লি: দেশের রাজধানী নয়া দিল্লিতে পেট্রলের প্রতি লিটারের দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেল প্রতি লিটারে বিক্রি হচ্ছে ৮৯.৬২ টাকা। মেট্রো শহরের মধ্যে নয়া দিল্লিতেই জ্বালানির দাম রয়েছে সবচেয়ে কম।
কলকাতা:কলকাতাতে জ্বালানির দাম চড়া। শহরে পেট্রলের প্রতি লিটারের দাম রয়েছে ১০৬.০৩ টাকা। প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে ৯২.৭৬ টাকা।
মুম্বই: দেশের বাণিজ্য নগরীতে জ্বালানির দাম অন্যান্য মেট্রো শহরের থেকে একটু বেশি। মুম্বইতে পেট্রলের প্রতি লিটারের দাম রয়েছে ১০৬.৩১ টাকা। ডিজেলের প্রতি লিটারের দাম রয়েছে ৯৪.২৭ টাকা।
চেন্নাই: দেশে দক্ষিণের শহরে জ্বালানির দাম কলকাতা আর মুম্বইয়ের থেকে কম। পেট্রল এখানে বিক্রি হচ্ছে ১০২.৬৩ টাকা প্রতি লিটারে। ডিজেলের দাম রয়েছে ৯৪.২৪ টাকা।
- বেঙ্গালুরু- পেট্রল ১০১.৯৪ টাকা ও ডিজেল ৮৭.৮৯ টাকা।
- লখনউ – পেট্রল ৯৬.৪২ টাকা এবং ডিজেল ৮৯.৬২ টাকা।
- জয়পুর – পেট্রল ১০৮.১৬ টাকা ও ডিজেল ৯৩.৪৩ টাকা।
- গুরুগ্রাম – পেট্রল ৯৭.০৪ টাকা ও ডিজেল ৮৯.৯১ টাকা।
- চণ্ডীগড় – পেট্রল ৯৬.২০ টাকা ও ডিজেলের দাম ৮৪.২৬ টাকা।
- নয়ডা -পেট্রল ৯৬.৬৫ টাকা ও ডিজেলর দাম ৮৯.৮২ টাকা।