বুধবার,ভারতীয় তেল সংস্থাগুলি পেট্রল ও ডিজেলের নতুন রেট ঘোষণা করেছে। এদিন দেশের একাধিক শহরে তেলের দামে বেশ কিছু বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। বিভিন্ন শহরে পেট্রল এবং ডিজেলের দাম কমেছে আবার বেশ কিছু শহরে পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। রাজ্যগুলিতে জ্বালানি তেলের উপর নেওয়া কর আলাদা হয়। যার ফলে বিভিন্ন রাজ্যে জ্বালানি তেলের দাম আলাদা হয়।
বুধবার দেশের ৪টি মেট্রো শহরে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে পেট্রল ৯৬.৭২ টাকা এবং ডিজেল ৮৯.৬২ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে কলকাতায় পেট্রল ১০৬.০৩ টাকা এবং ডিজেল ৯২.৭৬ টাকা প্রতি লিটারে বিক্রি হয়েছে। মুম্বই শহরে পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৬.৩১ টাকা এবং ৯৪.২৭ টাকা। চেন্নাইতে পেট্রল ১০২.৬৩ টাকা এবং ডিজেলের দাম ৯৪.২৪ টাকা রয়েছে।
বুধবার দেশের বিভিন্ন শহরে পেট্রল ও ডিজেলের দাম-
1. কলকাতা-পেট্রল ১০৬.০৩ টাকা ও ডিজেল ৯২.৭৬ টাকা।
2. দিল্লি- পেট্রল ৯৬.৭২ টাকা এবং ডিজেল ৮৯.৬২ টাকা।
3. মুম্বই – পেট্রল ১০৬.৩১ টাকা ও ডিজেল ৯৪.২৭ টাকা।
4. চেন্নাই- পেট্রল ১০২.৮৬ টাকা এবং ডিজেল ৯৪.৪৬ টাকা।
5. বেঙ্গালুরু- পেট্রল ১০১.৯৪ টাকা ও ডিজেল ৮৭.৮৯ টাকা।
6. লখনউ – পেট্রল ৯৬.৫৭ টাকা এবং ডিজেল ৮৯.৭৬ টাকা।
7. জয়পুর- পেট্রল ১০৮.৬৭ টাকা ও ডিজেল ৯৩.৮৯ টাকা।
8. গুরুগ্রাম- পেট্রল ৯৬.৮৪ টাকা ও ডিজেল ৮৯.৭২ টাকা।
9. চণ্ডীগড় – পেট্রল ৯৬.২০ টাকা ও ডিজেলর দাম ৮৪.২৬ টাকা।
10. নয়ডা- পেট্রল ৯৬.৭৯ টাকা ও ডিজেলর দাম ৮৯.৯৬ টাকা।