ফোটোগ্রাফারের নাম করে মহিলাদের ফোন, ধর্ষণের হুমকি

এক ফটোগ্রাফারের নাম নিয়ে বিভিন্ন মহিলাকে ফোন করার অভিযোগ সামনে আসছিল। সেই কথোপকথনে গ্ল্যামার দুনিয়ায় সুযোগ করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল বলেও জানতে পারা গেছে। এখানেই শেষ নয়, মহিলাদের সঙ্গে খাস গল্পের মাঝে দেওয়া হতো ধর্ষণের হুমকিও। এরপরই এই

ঘটনায় যাদবপুর থানায় দায়ের হয় অভিযোগ। অভিযোগকারী ফটোগ্রাফারের নাম তথাগত ঘোষ। তথাগতর অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই তাঁর নাম করে অভিযুক্তরা মহিলাদের ফোন করছিলেন। শহরের হোটেলে ডাকতেন। তারপর মহিলাদের অশ্লীল ছবি তুলতে বাধ্য করতেন বলে অভিযোগ। মহিলাদের জামা খুলে দিতেন। নগ্ন ছবি তোলারও চেষ্টা করা হত বলে দাবি। মহিলাদের প্রথমে ডাকা হত হোটেলে। তারপর তাঁদের সঙ্গে অভব্য আচরণ করা হত। গ্লামার দুনিয়ায় সুযোগের নামে হেনস্থা করা হত বলেও খবর। ফটোগ্রাফারের বক্তব্য, তাঁকে এই রকমই এক মহিলা ফোন করেন। তারপরই বিষয়টি তিনি জানতে পারেন। এরপরই অভিযোগ দায়ের করেন যাদবপুর থানায়। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। শনিবার আদালতে তোলা হলে পনেরো তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

এ প্রসঙ্গে আইনজীনী স্মিতেশ চট্টোপাধ্যায় জানান, ‘এক জনের নাম নিয়ে বছর দেড়েক ধরে এক ব্যক্তি মহিলাদের হেনস্থা করছিলেন।’ অভিযোগকারী তথাগত ঘোষ বলেন, ‘ওরা আমার নাম নিয়ে বলত অডিশানের জন্য ছবি লাগবে। তারপর মহিলাদের বলা হত এই দেখাতে হবে ওই দেখাতে হবে। আমি এও শুনেছি পিছন থেকে এসে মেয়েদের জামা খুলে দিত। স্বাভাবিক মেয়েটি ভয় পেয়ে যায়। তারপর সেই ছবি তুলে ব্ল্যাকমেইল করা হত। একাধিক এমন ঘটনা ঘটেছে। তারপর দুজন মহিলা সাহস দেখিয়ে আমার কাছে আসেন। তারপর আমরা থানায় যাই। নম্বর ট্র্যাক করে একজনকে গ্রেফতার করা হয়।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eleven =