তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষের জেরে রবিবার উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের নৈনান এলাকায়। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকেও। এই রাজনৈতিক হানাহানি সামাল দিতে গিয়ে জখম হন তিন পুলিশকর্মী।এঁদের মধ্যে এক জন এসআই এবং দুই কনস্টেবল রয়েছেন। সূত্রে খবর, এক কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল থেকেই নৈনান এলাকায় সংঘর্ষে জড়ায় শাসক তৃণমূল ও কংগ্রেস। ওই ঘটনার খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায়। অভিযোগ, সেখানে কংগ্রেস কর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে তাদের মারধর করেন। তাতে মাথা ফাটে পুলিশ কর্মীদের। ঘটনায় জখম হন এসআই আরিফ মহম্মদ এবং দুই কনস্টেবল, লাল্টু ও প্রসেনজিৎ। এর পরেই ঘটনায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বলে খবর পুলিশ সূত্রে।