পঞ্চম দফার নির্বাচনে ৭ কেন্দ্রে ভোটগ্রহণ বঙ্গে

কাজল সিনহা

 

 

সোমবার দেশে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। ভোটগ্রহণ বাংলাতেও। এই দফায় রাজ্যের মোট ৭ কেন্দ্রে হবে ভোটগ্রহণ। সেই কেন্দ্রগুলি হল, ব্যারাকপুর, বনগাঁ, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, হাওড়া ও উলুবেড়িয়া। নির্বাচন শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

 ব্যারাকপুর লোকসভা কেন্দ্র

পঞ্চম দফার নির্বাচনে যে সমস্ত কেন্দ্রে ভোটগ্রহণ হবে তার মধ্যে অন্যতম ব্যারাকপুর। এই কেন্দ্রে মোট ভোটার ১৫ লাখ ৮ হাজার ৭২৮। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ লাখ ৬৯ হাজার ১৭৮ এবং মহিলা ভোটারের সংখ্যা ৭ লাখ ৩৯ হাজার ৫০৫। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৪৫। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে মোট পোলিং স্টেশন ১,৫৯১। তার মধ্যে ক্রিটিক্যাল পোলিং স্টেশন ১,০৬৯। এই কেন্দ্রে মূলত ত্রিমুখী লড়াই। বিজেপির হয়ে লড়ছেন অর্জুন সিং। তৃণমূলের হয়ে রাজনৈতিক রণাঙ্গনে পার্থ ভৌমিক। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দেবদূত ঘোষ।

বনগাঁ লোকসভা কেন্দ্র

মতুয়া ভোটার অধ্যুষিত এই কেন্দ্রে মোট ভোটার ১৮ লাখ ৩৬ হাজার ৩৭৪। তার মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৩৪ হাজার ৮৮৪। মহিলা ভোটার ৯ লাখ ১ হাজার ৪১৯। আর তৃতীয় লিঙ্গের ভোটার ৭১। মোট পোলিং স্টেশন ১,৯৩০। তার মধ্যে ক্রিটিক্যাল পোলিং স্টেশন ৫৫০। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস।

 

হুগলি লোকসভা কেন্দ্র

হুগলি লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৮ লাখ ৫৮ হাজার ৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ২৫ হাজার ২১৯ জন। মহিলা ভোটার ৯ লাখ ৩২ হাজার ৭৮৪ জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬৪ জন। এই কেন্দ্রে মোট পোলিং স্টেশন ২,০৪৮। তার মধ্যে ১,৭৮৭ ক্রিটিক্যাল পোলিং স্টেশন। এই কেন্দ্রেও মূলত ত্রিমুখী লড়াই। হুগলি থেকে ফের একবার বিজেপির টিকিটে লড়ছেন লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলের হয়ে লড়াইয়ের ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কংগ্রেস সমর্থিক বাম প্রার্থী মনোদীপ ঘোষ।

 

শ্রীরামপুর লোকসভা কেন্দ্র

হুগলি জেলার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রেও ভোট রয়েছে পঞ্চম দফায়। কেন্দ্রের মোট ভোটার ১৯ লাখ ২৬ হাজার ৬৪৫। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৭২ হাজার ৭৩৯। মহিলা ভোটার ৯ লাখ ৫৩ হাজার ৮৫৫ জন। এছাড়াও রয়েছেন ৫১ জন তৃতীয় লিঙ্গের ভোটার। শ্রীরামপুরে মোট পোলিং স্টেশন ২,০৭৬। তার মধ্যে ক্রিটিক্যাল পোলিং স্টেশন ১,২৩৬। এই কেন্দ্রে ফের একবার তৃণমূলের হয়ে লড়াইতে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে লড়ছেন কবীর শঙ্কর বোস। এছাড়াও লড়ছেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দীপ্সিতা ধর।

 

আরামবাগ লোকসভা কেন্দ্র

অন্যদিকে এই জেলার আরামবাগ লোকসভা কেন্দ্রেও হতে চলেছে নির্বাচন। আরামবাগের মোট ভোটার ১৮ লাখ ৮৩ হাজার ২৬৬। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৫৩ হাজার ৩৯৬ জন। মহিলা ভোটার ৯ লাখ ২৯ হাজার ৮৪৯ জন। এছাড়াও রয়েছেন ২১ জন তৃতীয় লিঙ্গের ভোটার। এই কেন্দ্রে মোট পোলিং স্টেশন ২,০৭৮। তার মধ্যে ক্রিটিক্যাল পোলিং স্টেশন ১,৭৭০। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালি বাগ, কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী বিপ্লবকুমার মৈত্র। এছাড়াও বিজেপির হয়ে লড়াইতে রয়েছেন অরূপকান্তি দিগর।

 

হাওড়া লোকসভা কেন্দ্র

হাওড়া লোকসভা কেন্দ্রেও ভোট রয়েছে পঞ্চম দফায়। হাওড়ায় মোট ভোটার ১৭ লাখ ৬৯ হাজার ১৮৪। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১০ হাজার ৫৩৫ জন। মহিলা ভোটার ৮ লাখ ৫৮ হাজার ৬১০ জন। এছাড়াও রয়েছেন ৩৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার। এই কেন্দ্রে মোট পোলিং স্টেশন ১,৮৯৫। তার মধ্যে ক্রিটিক্যাল পোলিং স্টেশন ৬০৫। এই কেন্দ্রে থেকে ফের একবার তৃণমূলের হয়ে লড়ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে লড়ছেন রথীন চক্রবর্তী। আর কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী হলেন সব্যসাচী চট্টোপাধ্যায়।

 

 

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র

হাওড়া জেলার এই কেন্দ্রেও রয়েছে ভোট। উলুবেড়িয়া কেন্দ্রে মোট ভোটার ১৭ লাখ ৪১ হাজার ৪৩৮। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৮৫ হাজার ৩৬৯ জন। মহিলা ভোটার ৮ লাখ ৫৬ হাজার ১২ জন। এছাড়াও রয়েছেন ৫৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার। উলুবেড়িয়ায় মোট পোলিং স্টেশন ১,৮৬৩। তার মধ্যে ক্রিটিক্যাল পোলিং স্টেশন ৬৯৪। এই কেন্দ্রের লড়াইতে তৃণমূলের হয়ে রয়েছেন সাজদা আহমেদ। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরুণউদয় পালচৌধুরী। আর বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক।

এর পাশাপাশি বিহারের ৭টি আসনে, ঝাড়খণ্ডে ৩টি, মহারাষ্ট্রে ১৩টি, ওড়িশায় ৫টি, উত্তরপ্রদেশে ১৪টি এবং জম্মু ও কাশ্মীর, বাংলার ৭ কেন্দ্রে এবং লাদাখে একটি করে আসনে ভোটগ্রহণ রয়েছে। এই পঞ্চম দফায় হেভিওয়েট প্রার্থীর তালিকায় রয়েছেন স্মৃতি ইরানি (বিজেপি), রাহুল গান্ধি (কংগ্রেস), রাজনাথ সিং (বিজেপি), পীযূষ গয়াল (বিজেপি)-ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 8 =