ঘূর্ণিঝড় হওয়ার আগেই সতর্কতামূলক পদক্ষেপ বিদ্যুৎ দফতরের

কাজল সিনহা

 

ঘূর্ণিঝড় বা কালবৈশাখী হলেই দেখা দেয় বিদ‍্যুত্‍ বিভ্রাট। এর জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে  বিদ্যুৎ উন্নয়ন ভবনে বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও সিইএসসির আধিকারিকদের সঙ্গে মঙ্গলবার এক বৈঠক করেন  বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এদিনের এই বৈঠক থেকে সমস্ত আধিকারিকদের সদা সতর্ক থাকা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দিষ্ট নির্দেশ দেন। ঝড়ের ফলে কোথাও কোনও বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তা দ্রুত স্বাভাবিক করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণেরও নির্দিষ্ট নির্দেশ দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব  শান্তনু বসুও।

প্রসঙ্গত, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কয়েকদিনের মধ্য়েই আসতে পারে ঘূর্ণিঝড় ‘রিমল’। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত জানান দেবে আর দু-একদিনের মধ্যেই। এই ঘূর্ণাবর্ত থেকেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। এই ঘূর্ণিঝড় ‘রিমল’ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের বরিশালের মধ্যে এটি ল্যান্ডফল করতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। তবে এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের গতিপথ বা ল্যান্ডফল সম্পর্কে নির্দিষ্ট করে সহমত হতে পারেনি আবহাওয়ার বিভিন্ন মডেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =