২০২৪ এর লোকসভা নির্বাচনের লক্ষ্যে এবার প্রস্তুতি শুরু ২১ জুলাইয়ের

পঞ্চায়েত ভোটের ফলাফল সামনে এসেছে। ২০২৪-এর লোকসভার আগে গ্রামের মন এই নির্বাচন থেকেই বুঝে নিয়েছে তৃণমূল। এখন পাখির চোখ লোকসভা নির্বাচন-২০২৪। ২০২৪ সালের আগে এটাই সম্ভবত শেষ ২১ জুলাই। যা তৃণমূলের বৃহত্তর রাজনৈতিক সমাবেশ হিসেবেই ধরা হয়। ফলে ধর্মতলার সমাবেশ থেকে এই লোকসভার প্রস্তুতি শুরু করবে তৃণমূল। আর ২০২৩ -এর ২১ জুলাই থেকে ২৪-এর লোকসভা লড়াইয়ের ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এই সমাবেশে জমায়েতের এক রেকর্ড গড়তে চায় শাসক দল।

এদিকে এবার পঞ্চায়েতে ভালো ফল হয়েছে উত্তরের জেলাগুলি থেকে। ফলে বিশেষ গুরুত্ব অবশ্যই পাবে উত্তরবঙ্গের জেলা। একই টার্গেট রয়েছেন জঙ্গলমহলের জেলা নিয়েও। ইতিমধ্যেই বাংলা জুড়ে বিধায়ক, কাউন্সিলরদের তরফে প্রচার শুরু হয়েছে ২১ জুলাই নিয়ে। পঞ্চায়েত নির্বাচনের প্রাচর মঞ্চ থেকেই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই সুর যে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে আরও চড়বে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে ২০২৩-এর ২১ জুলাইয়ের বক্তা তালিকাতেও থাকছে চমক। সূত্রে খবর, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, প্রকাশ চিক বরাইক থাকতে পারেন এই তালিকায়। এদিকে ২১ জুলাই উপলক্ষে ১৯ তারিখ থেকেই আসতে শুরু করবেন দলের কর্মীরা। অন্যান্য বারের মতোই করা হচছে তাঁদের থাকার ব্যবস্থা। শুধু বাংলাই নয়, অন্যান্য রাজ্যের সংগঠনের প্রতিনিধিরাও হাজির থাকবেন সমাবেশে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তাই এবারের ২১ জুলাই জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 14 =