পড়ুয়াদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সঙ্গীতানুষ্ঠান চলাকালীন ছাত্রী শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে পরিস্থিতি এমনই উত্তপ্ত হয়ে ওঠে যে সমগ্র সঙ্গীতানুষ্ঠানই বাতিল করতে হয়। প্রেসিডেন্সি পড়ুয়াদের অভিযোগ, বহিরাগতদের অভব্যতার শিকার হয়েছেন এক ছাত্রী। আর তা ঘিরে আইসি এবং এসএফআই-এর ঝামেলা পৌঁছে যায় মঞ্চে। যার জেরে মঞ্চে উঠতেই পারেননি সঙ্গীতশিল্পীরা। শুক্রবার রাতে এই ঘটনার রেশ থাকে শনিবারও। আপাতত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শিকেয়। সোশাল মিডিয়ায় ঘটনা সম্পর্কে অভিযোগ জানিয়ে পোস্টও করেন স্নাতকের এক ছাত্রী।
সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট থেকে ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে, ছাত্র সংগঠন আইসির তরফে নবীন বরণের অনুষ্ঠান ‘আইকন’ চলছিল শুক্রবার। স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্রী মঞ্জিষ্ঠা বসু পোস্টে অভিযোগ তুলেছেন, ওই অনুষ্ঠানের মাঝে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অহন কর্মকার ঢুকে গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানি করে। শুধু তাই নয়, মারধর করে মাইক্রোফোন কেড়ে নেওয়ার অভিযোগও ওঠে অহনের বিরুদ্ধে। তা নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয় যে মঞ্চে দুপক্ষের বাকবিতণ্ডা, হাতাহাতি শুরু হয়।
ঝামেলা আরও বাড়ে বিষয়টিতে রাজনৈতিক রং লাগার ফলে। আইসি-র তরফে অভিযোগ, যাঁরা মাইক কেড়ে মারধর করেছিলেন, তাঁরা এসএফআইয়ের সদস্য।
অন্যদিকে ‘আইকন’ অনুষ্ঠানে গান শোনাতে এসেছিলেন সঙ্গীতশিল্পী পটা ওরফে অভিজিৎ বর্মণ ও তাঁর দলবল। মঞ্চের উপরই ছাত্রছাত্রীদের এসব গন্ডগোলের জেরে তাঁরা গানও গাইতে পারেননি। ফিরে যেতে হয়। শুক্রবার রাতভর এনিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছিল তপ্ত। শনিবারও থমথমে প্রেসিডেন্সি। বহিরাগত প্রবেশ নিয়ে ফের প্রশ্ন উঠছে।