সবজি বাজারে কলকাতা- সহ জেলাতেও চিত্রটা একই। বেড়েই চলেছে সবজির দাম। কাঁচালঙ্কা ও টমেটোর দাম যেন সব মাত্রা পেরিয়ে গিয়েছে। এখন কাঁচালঙ্কা তুলনামূলক সস্তা হলেও দু’দিন আগেও তার দাম ছিল ৪০০ টাকা কেজি। টমেটোর কেজি কলকাতায় এখনও ৯০-১০০ টাকা। তবে শুধুমাত্র যে টমেটো ও কাঁচালঙ্কার দাম বেড়েছে, এমন ভাবা নিতান্তই ভুল হবে। বেড়েছে অন্য সবজির দামও। বেগুনের প্রতি কেজিতে দাম রয়েছে ৮০ টাকা, উচ্ছের কেজি প্রতি দাম ৬০-৭০ টাকা। ঢ্যাঁড়শের দামও কমনয়।।প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা হিসেবে। তবে বাজারে সস্তায় মিলছে বেশ কয়েকটি সবজি। যেমন এখনও আলুর দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। প্রতি কেজি জ্যোতি আলুর দাম রয়েছে ২০ টাকা। চন্দ্রমুখীর কেজি প্রতি দাম রয়েছে২৪-২৫ টাকা। এছাড়া পটলের কেজি প্রতি দাম রয়েছে ৩০-৪০ টাকা। কুঁদরির কেজি রয়েছে ২৫-৩০ টাকা। পেঁপের দাম রয়েছে কেজি প্রতি ৩০-৪০ টাকা। মোচার প্রতি কেজিতে দাম ২০ টাকা। এমনকি কুমড়োর দামও কেজিতে ৩০-৩৫ টাকা। পেঁয়াজের প্রতি কেজিতে দাম ৩০ টাকা। তবে মাছের বাজারে দাম কিন্তু চড়া। বেশ কয়েকটি মাছের দাম সাধ্যের মধ্যে থাকলেও বেশিরভাগ মাছের দামই আকাশছোঁয়া। যেমন কাতলার প্রতি কেজিতে দাম রয়েছে ৩৫০-৪০০ টাকা। পাবদার দাম শুরু হচ্ছে ৩০০ টাকা কেজি থেকে। মাঝারি আকারের ট্যাংরা মাছের দাম রয়েছে ৪০০ টাকা কেজি। কই মাছের প্রতি কেজিতে দাম ৪০০ টাকা। রুই মাছ, কেজি রয়েছে ২০০ টাকা। লোটে মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ১২০ টাকা। তেলাপিয়া ছোট আকারের হলে দাম রয়েছে ১৭০-২০০ টাকা কেজি।
মাংসের দোকানেও এক হাল। চড়া দাম। চিকেনের কেজি রয়েছে ২২০-২৪০ টাকা। গোটা মুরগির কেজি ১৫৫-১৬৫ টাকা পর্যন্ত। মাটনের প্রতি কেজিতে দাম রয়েছে ৭৬০-৮০০ টাকা।