শহর ও শহরতলির বাজারে রবিবার অনেকটাই কম দামে মিলল মাংস। তবে আপাতত মাটন নয়। চিকেনের দামই কমেছে অনেকটা। তারই জেরেমাংসের দোকানে সকাল ৮টার পর থেকেই নজরে এসেছে দীর্ঘ লাইন।তবে মাংসের পাশাপাশি দারুণ সুখবর মাছ বাজারেও। চারিদিকে ছেয়ে গেছে ইলিশে। ছোট থেকে বড়, নানা আকারের ইলিশ মিলছে সব ধরনের বাজারেই। তবে মাঝারি মাপের বিশেষ করে ৫০০-৭০০ গ্রামের ইলিশের দাপটই বেশি।
রবিবার শহর কলকাতায় পোলট্রি মুরগির প্রতি কেজি কিনতে দাম পড়ছে ১৮৫-১৯০ টাকা। ২০০ টাকার বেশি দামে চিকেন আপাতত বাজারে নেই। গোটা মুরগি মিলেছে ১৩০-১৪৫ টাকা কেজির মধ্যে। এছাড়া, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম, পুরুলিয়ার মতো জেলায় পোলট্রি ফেডারেশনের চার্ট অনুযায়ী চিকেনের দাম থাকা উচিত ১৭০ টাকা। তবে মাটনের দাম ছিল চড়া। প্রতি কেজি মাটনের দাম রয়েছে ৭৫০-৮০০ টাকা পর্যন্ত।
এদিকে মাছ বাজারে ইলিশের সুখবর। ৫০০ টাকা থেকে মিলেছে ইলিশ। বাজারে ৩৫০ গ্রামের ছোট ইলিশ থেকে শুরু করে ৭০০ -৭৫০ গ্রামের ইলিশ ভর্তি। ছোট ইলিশের প্রতি কেজিতে দাম ৫০০-৭০০ টাকা। অন্যদিকে ৭৫০ গ্রাম ইলিশের কেজি ১০০০টাকা। ১ কেজি ওজনের ইলিশের দেখা মেলেনি সব বাজারে। বড় বাজারে ১ কেজি বা তার বড় ইলিশ থাকলেও দাম রয়েছে প্রতি কেজিতে ১৫০০ টাকা।
ইলিশ ছাড়াও রয়েছে রুই, কাতলার মতো মাছও। রুই মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ২০০ টাকা। সেখানে কাতলা মাছের কেজি প্রতি দাম রয়েছে ৩৫০ টাকা। বাজারে মিলছে চিংড়িও। গলদা চিংড়ির প্রতি কেজিতে দাম রয়েছে ৭০০ টাকা। বাগদা চিংড়ি তুলনায় সস্তা। প্রতি কেজিতে দাম রয়েছে ৪৫০ টাকা। তবে কম দামে মিলছে তেলাপিয়া। প্রতি কেজি তেলাপিয়ার দাম রয়েছে ২০০-২৫০ টাকা। ভোলা মাছের কেজি রয়েছে ৩৫০ টাকা। একই দামে মিলছে ছোট আকারের পমফ্রেটও। এদিন বাজারে লোটে মাছের কেজি রয়েছে ১২০ টাকা।
সবজি বাজারে দাম কিন্তু অনেকাটই কম।একমাত্র টমেটো ছাড়া অন্য সব সবজির দাম কমের দিকেই। যেমন আলুর প্রতি কেজিতে দাম ২০-২২ টাকা। পেঁয়াজের প্রতি কেজিতে দাম রয়েছে ৩০ টাকা। ঢ্যাঁড়শের কেজি ৮০ টাকা থেকে কমে হয়েছে ৬০ টাকা। রেকর্ড পরিমাণে সস্তা হয়ে বেগুন প্রতি কেজি বিক্রি হয়েছে ৪০-৫০ টাকা কেজি দরে।