গত কয়েক মাসে ঘরোয়া এলপিজির দামে কোনও পরিবর্তন আসেনি। কিন্তু ১ জুলাই এলপিজি গ্যাসের দামে বদল আসতে পারে। এক্ষেত্রে মনে করা হচ্ছে দাম কমতে পারে এলপিজি গ্যাস সিলিন্ডারের। যা মধ্যবিত্তকে বড়সড় স্বস্তি দিতে পারে। আগের মাসের মতোই জুলাই মাসেও সিএনজি এবং পিএনজির দামে পরিবর্তন হতে পারে। দিল্লি ও মুম্বইয়ের পেট্রলিয়াম কোম্পানিগুলি নিয়মিতভাবে প্রতি মাসের প্রথম দিনে সিএনজি এবং পিএনজির দাম নিয়ে পর্যালোচনা করে দাম নির্ধারণ করে। এদিকে ১ জুলাই থেকে ক্রেডিট কার্ডের নিয়মেও আসছে বদল। এদিন থেকে একটি নতুন নিয়ম লাগু করা হচ্ছে। বিদেশে ক্রেডিট কার্ডের খরচের উপর ২০ শতাংশ টিসিএস লাগু করা হবে। ৭ লাখের বেশি খরচের ক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত একটি টিসিএস চার্জ ধার্য করা হবে। তবে শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে এই চার্জ কমিয়ে ৫ শতাংশ করা হবে। এছাড়া বিদেশে এডুকেশন লোন নিলে টিসিএস চার্জ আরও কমিয়ে ০.৫ শতাংশ করা হবে।