মেছুয়া বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, অর্থ সাহায্যের ঘোষণা

মেছুয়া বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন। একইসঙ্গে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দ্রুত এবং মানবিক পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মেছুয়া বাজার সংলগ্ন ওই হোটেলে আগুন লাগে। ওইসময় হোটেলে ৮৮ জন গেস্ট ছিলেন। আটঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হোটেলে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে দুই কর্মী ঝাঁপ দিয়েছিলেন। তার মধ্যে একজনের মৃত্যু হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর হোটেল থেকে মোট ১৩ জনের দেহ হোটেল থেকে বের করে নিয়ে আসা হয়। সবমিলিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে দুই নাবালক-নাবালিকা রয়েছে। মৃতদের মধ্যে ভিনরাজ্যের একাধিক বাসিন্দা রয়েছেন।
হোটেলে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন মন্ত্রী শশী পাঁজাও। ফিরহাদ জানান, মুখ্যমন্ত্রী দিঘা থেকে তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন। ঘটনা নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। এদিকে, ঘটনার তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে কলকাতা পুলিশ। আগুন লাগার পর থেকে হোটেল মালিক পলাতক বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =