নিউটাউনে বেসরকারি বাসে আগুন

দিনের ব্যস্ত সময়ে শহরের উপকন্ঠ নিউটাউনের ডিজি ব্লকে অ্যাকশন এরিয়া ১  বিশ্ববাংলা মোড়ের কাছে  হঠাৎ-ই আগুন লাগে চলন্ত বাসে। বাস থেকে ধোঁয়া বেরতে দেখে চিৎকার শুরু করেন যাত্রী ও স্থানীয়রা।  আর এই চিৎকার শুনে বাস থামান চালক। এদিকে বাস থেকে তাড়াহুড়ো করে যাত্রীরা নামার পাশাপাশি দ্রুত খবর দেওয়া হয় দমকলেও। খবর পেয়েই ঘটনাস্থলেও পৌঁছায় দমকলের ইঞ্জিন এবং দমকল আধিকারিকেরাও। এরপরই দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখনও পর্যন্ত আহত বা মৃত্য়ুর কোনও খবর নেই। তবে সপ্তাহের দ্বিতীয় দিনে ব্য়স্ততম সময়ে হঠাৎ-ই বাসে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, নিউটাউন থেকে আলিপুর রুটের ২৬০ নম্বর বাসে এদিন হঠাৎ-ই এই আগুন লাগার ঘটনা ঘটতে দেখা যায়। যাত্রী নিয়ে আলিপুর থেকে নিউটাউনের দিকে আসছিল এই ২৬০ নম্বর রুটের বাসটি।  বিশ্ববাংলা মোড়ের কাছে আসতেই দেখা যায় গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপরই তড়িঘড়ি যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। দমকলে ও পুলিশে খবর দেওয়া হলে ঘটনারস্থলে এসে পৌঁছায় টেকনো সিটি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। তবে বাসটি ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। এদিকে ব্যস্ততম সময়ে এমন এক ঘটনা ঘটার জেরে ব্যস্ত রাস্তা বিশ্ব বাংলা মোড় থেকে শাপুরজিগামী রাস্তায় তৈরি হয় যানজট। তবে এদিনের এই আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। দমকলের প্রাথমিক অনুমান বাসে শর্ট সার্কিটের জেরেই ঘটে এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 2 =