ভারত-পাক চরম সংঘাতের ছবি সামনে আসে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই। অন্ধকার নামার পর আচমকাই মিসাইল হামলার চেষ্টা করে পাকিস্তান। দেশের সীমান্তবর্তী তিন জেলায় চলে হামলা। একের পর এক মিসাইল ধ্বংস করে মাটিতে নামায় ভারতের ডিফেন্স সিস্টেম। এই পরিস্থিতির মধ্যেই বিভিন্ন সূত্র থেকে বড় খবর আসে পাকিস্তান থেকে। সরিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরকে।
ভারত প্রত্য়াঘাত করতেই পাকিস্তানে খোদ সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধেই বিদ্রোহ শুরু হয়েছে পাক সেনার অন্দরে। এরপরই মুনিরকে সরানোর তোড়জোড় নাকি শুরু হয়। সূত্রে এ খবরও আসে বৃহস্পতিবার রাতেই মুনিরকে হেফাজতে নিয়ে এক গোপন জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। সঙ্গে এও জানা যায়, তোলা হতে পারে সেনা আদালতেও। মুনিরের বিরুদ্ধে অভিযোগ, নিজের স্বার্থ বজায় রাখতে গিয়ে দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছেন মুনির। তাঁর জায়গায় শামশাদ মির্জাকে করা হতে পারে নতুন পাক সেনাপ্রধান। এর পাশাপাশি এও খবর মিলছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে মুক্তি দেওয়া হবে।
উল্লেখ্য, একসময় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর ডিরেক্টর পদেও ছিলেন আসিম মুনীর। ক্যাডেট হিসেবে অফিসার্স ট্রেনিং স্কুলে পুরস্কৃত হয়েছিলেন তিনি। প্রথাগত শিক্ষার বাইরে ধর্মীয় শিক্ষা থাকায় অগ্রাধিকার পেতেন তিনি। রাওয়ালপিন্ডিতে ইসলামিক সেমিনারিতে শিক্ষা নিয়েছিলেন তিনি।