মিছিলে মিছিলে ছয়লাপ হবে তিলোত্তমা

ছাব্বিশের ভোটের আগে এটাই শেষ ২১ জুলাই কর্মসূচি। এদিন কলকাতার নানা প্রান্ত থেকে ধর্মতলার ২১-এর মঞ্চের দিকে এগোবে তৃণমূলের মিছিল এর মধ্যে শিয়ালদা থেকে এজেসি বোস রোড, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা আসবে একটি মিছিল। আবার হাওড়া ব্রিজ থেকে ব্রেবোর্ন রোড, ডালহৌসি হয়ে ধর্মতলা আসবে মিছিল।

এছাড়াও পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে সিআইটি রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা। হাজরা মোড় থেকে আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে ধর্মতলা ফ্রি স্কুল স্ট্রিট, রিপন স্ট্রিট থেকে জওহরলাল নেহরু রোড হয়ে ধর্মতলা। শ্যামবাজার থেকে এপিসি রোড, শিয়ালদা ফ্লাইওভার পেরিয়ে এজেসি বোস রোড, মৌলালি হয়ে ধর্মতলা আসবে মিছিল। বিবেকানন্দ রোড, পাথুরিয়াঘাটা স্ট্রিট, গিরিশ পার্ক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলা আসবে একটি মিছিল।কলকাতা স্টেশন থেকে আর জি কর রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা আসবে মিছিল। শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলা অন‍্যদিকে খিদিরপুর রোড থেকে ধর্মতলা আসবে মিছিল। হেদুয়া থেকে বিধান সরণি, কলেজ স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা আসবে মিছিল। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোড, মেয়ো রোড, ডোরিনা ক্রসিং হয়ে ধর্মতলা আসবে মিছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =