ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে বিশিষ্ট চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক রাজা ধর। বর্তমানে নয়ডার ফর্টিস হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন কলকাতার সিএমআরআই হাসপাতালের ফুসফুস রোগ বিশেষজ্ঞ এই চিকিৎসক। শনিবার তাঁর অস্ত্রোপচার হয় মেরুদণ্ডে।
জানা গিয়েছে, দিল্লি-মথুরা এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন এই বিশিষ্ট চিকিৎসক। মেরুদণ্ড এবং মাথার বিভিন্ন জায়গায় আঘাত লাগে তাঁর। তবে মস্তিষ্কে কোনও আঘাত নেই বলেই সূত্রের খবর। সূত্রের খবর, তাঁর গাড়িচালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় গাড়িটি হাইওয়েতে একটি ট্রাকে গিয়ে সজোরে ধাক্কা মারে, আর তাতেই গুরুতর আহত হন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে দিল্লি থেকে গাড়িতে আগ্রায় কনফারেন্সে যোগ দিতে যাচ্ছিলেন চার বিশিষ্ট চিকিৎসক। তাঁদের মধ্যে ছিলেন চিকিৎসক রাজা ধরও। সম্ভবত, তাঁর গাড়ির ড্রাইভার ঘুমিয়ে পড়েছিলেন, সেই সময়ই একটি ট্র্যাকে ধাক্কা মারে। দুর্ঘটনায় মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগে তাঁর। জানা গিয়েছে, প্রথমেই তাঁকে মথুরার এক হাসপাতালে ভর্তি করা হয়। পরে দিল্লিতে স্থানান্তরিত করা হয়।