‘সঠিক তদন্ত হচ্ছে না’, আওয়াজ উঠল আইনজীবীদের প্রতিবাদী মিছিল থেকে

গত কয়েকদিন ধরে বিচার চেয়ে পথে নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। শহর থেকে মফঃস্বল সর্বত্র ছড়িয়ে পড়েছে আন্দোলনের আঁচ। যার আগুন জ্বলছেও ধিকিধিকি করে। চিকিৎসক, নার্স থেকে অভিনেতা, নাট্যকর্মী অথবা সাধারণ মানুষ, সবার মুখে একটাই কথা, ‘উই ওয়ান্ট জাস্টিস’। এবার একেবারে খোদ বিচারালয় থেকেই প্রতিবাদে পথে নামলেন আইনজীবীরা। আরজি কর-কাণ্ডে ‘তিলোত্তমা’ মৃত্যুর বিচারের দাবিতে মিছিল করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। সেই মিছিলের প্রথম সারিতেই দেখা গেল রাজ্যের একাধিক প্রাক্তন এজি-কে। একইসঙ্গে এদিন মিছিলে উপস্থিত ছিলেন বহু বর্ষীয়ান আইনজীবী। প্রথম সারিতেই ছিলেন রাজ্য সরকারের প্রাক্তন এজি অনিন্দ্য মিত্র, প্রাক্তন এজি জয়ন্ত মিত্র। ছিলেন আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি এজি পদ থেকে পদত্যাগ করেছেন। ছিলেন জিপি অশোক বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্য সরকারের হয়ে একাধিক মামলা লড়েছেন।

এদিন সংবাদমাধ্যমের অশোক বন্দ্যোপাধ্যায় জানান, ‘বিবেকের কাছে আমি দায়বদ্ধ। ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এর প্রতিবাদ করতেই হবে। এমন ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা নন্দীগ্রামের সময়ও লড়েছি।’ প্রাক্তন এজি অনিন্দ্য মিত্র বলেন, ‘নাগরিক সুরক্ষা সব মানুষের অধিকার। এই আন্দোলন শুধুমাত্র ডাক্তারদের জন্য নয়।’

মিছিলে উপস্থিত ছিলেন আইনজীবী প্রতীক ধরও। নন্দীগ্রাম আন্দোলনের সময় তৎকালীন বাম সরকারের আইনজীবী ছিলেন তিনি। এদিন আরজি কর-কাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নন্দীগ্রামের থেকেও অনেক অনেক বেশি খারাপ। আমরা শকড। তার থেকেও বড় কথা হল, সঠিক তদন্ত হচ্ছে না। কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’

এদিকে এই মিছিল ঘিরে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়ান আইনজীবী সায়ন বন্দ্য়োপাধ্যায়। কল্যাণ তৃণমূলের সাংসদ। অন্যদিকে সায়ন সিপিএমের তরুণ মুখ। সায়নের অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সায়ন বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বলেন ভোটে তাদের জমানত বাজেয়াপ্ত হয়েছে। এরপরই পাল্টা বিতণ্ডায় জড়ান সায়নও। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা অভিযোগ, তিনি এক বর্ষীয়াণ আইনজীবী। তাঁকে ধাক্কাধাক্কি করা হয়েছে। একটা শান্তিপূর্ণ মিছিলে কেন এ ধরনের ঘটনা ঘটবে তা নিয়ে প্রশ্ন তোলেন। যদিও আইনজীবীরা বলেন, কোনও ভেদাভেদ নয়, আরজি করের ঘটনার বিচারের দাবিতে সকলে একসঙ্গে পথে নেমেছেন এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 12 =