শুধুমাত্র বাম সমর্থকরাই নন, বুদ্ধবাবুকে ভালোবাসতেন রাজনৈতিক থেকে বিনোদন জগতের সকলেই। রাজনীতি ছাড়াও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন তিনি। নন্দন চত্বরেও তাকে দেখা যেত হামেশাই।
বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ৮.২০ নাগাদ প্রয়াত হন তিনি। মৃত্যুকালে বুদ্ধদেবের বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে রাজনৈতিক থেকে বিনোদন জগতে। বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে ভেঙে পড়তে দেখা যায় টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ, দেবকেও।
বুদ্ধদেববাবুর মৃত্যুর খবর পেয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে প্রসেনজিৎ লেখেন,‘একজন সত্যিকারের ভাল গুণী মানুষ চলে গেলেন। ভাল থাকবেন। বুদ্ধ ববুর পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।’
অভিনেতা দেব সোশ্যাল মিডিয়ায় বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানিয়ে লেখেন-‘একজন সত্যিকারের ভদ্রলোক। একজন সত্যিকারের নেতা। শান্তিতে থাকুন স্যার’৷